1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টম ক্রুজকে পেছনে ফেলে দিল ‘টয় স্টোরি থ্রি'

২৬ জুন ২০১০

ফুটবল জ্বরে নাকি আক্রান্ত হয়েছেন হৃদয় কাঁপানো নায়ক টম ক্রুজ৷ কিন্তু খবর এসেছে তাঁর ভক্তরাও নাকি এখন বেশ আশাহত খোদ টম ক্রুজকে নিয়েই৷

https://p.dw.com/p/O32G
‘টয় স্টোরি থ্রি’ বক্স অফিসে বিপুল সাফল্য পাচ্ছেছবি: ©WALT DISNEY PICTURES/PIXAR ANIMATION STUDIOS

কেন বলুন তো? এক কথায় উত্তর ‘টয় স্টোরি থ্রি'৷ এই ত্রিমাত্রিক ছবিটি এক সপ্তাহেই টম ক্রুজের অ্যাকশান-কমেডিধর্মী ছবি নতুন ছবি ‘নাইট এন্ড ডে’কে পিছনে ফেলে দিয়েছে৷ এখন এই ছবির বক্স অফিস সিরিয়াল তিন নম্বর-এ৷

ওয়াল্ট ডিজনি করপোরেশনের ব্যানারে বাজারে আসার এক সপ্তাহের মাথায় থ্রিডি অ্যানিমেশন মুভি ‘টয় স্টোরি থ্রি' বক্স অফিস হিট করে বসলো৷ লী আনক্রিচ পরিচালিত 'টয় স্টোরি থ্রি' অ্যানিমেশন, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি এবং কমেডি স্বাদের শিশুতোষ চলচ্চিত্রে অভিনয় করেছেন টম হ্যাংকস, টিম অ্যালেন প্রমুখ৷ ছবিটির দৈর্ঘ্য ১ ঘণ্টা ৩৪ মিনিট৷

টয় স্টোরি সিরিজের আগের মুভিগুলোতে ভালো ব্যবসা হওয়ায় ডিজনি মনে করছে এই ছবি থেকেও তাদের আয় হবে বেশ মোটা অংকের৷ অবশ্য আগে তারা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, তাতে বলা হয়েছে ২ দশমিক ৪ বিলিয়ন ডলার রোজগার হতে পারে তাদের৷ ২০০৬ সালের ৬ জুন মুক্তি পাওয়া ‘কারস' মুভিটি বছর শেষে দুই বিলিয়ন ডলার আয় করেছিল৷ এ প্রসঙ্গে ডিজনি কনজ্যুমার প্রোডাক্ট ডিভিশনের প্রধান কর্মকর্তা অ্যান্ডি মুনি জানান, প্রতিবছরই খুচরা বাজারে অ্যানিমেশন ছবির চাহিদা বাড়ছে৷ এ কারণেই নতুন ছবি থেকে আয়ের এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে৷ উল্লেখ্য, ডিজনির ব্যানারে ২০০৩ সালে মুক্তি পাওয়া ফাইটিং নিমো থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রায় ৯ বিলিয়ন ডলার আয় করেছে৷

বলে রাখা ভালো যে বিশ্বের প্রথম ত্রিমাত্রিক অ্যানিমেশন ছবি টয় স্টোরি৷ যা মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে৷ আর এর চার বছর পর ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল টয় স্টোরি-টু৷

প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক