1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝড় যখন মানুষকে উড়িয়ে নিয়ে যায়!

২৮ মার্চ ২০১৭

২০১৩ সালে বড়দিনের মরশুমে নরওয়েতে যেমন ঘটেছিল, ‘আইভার' নামের এক ঘূর্ণিঝড়ের কারণে৷ আলেসুন্ড নামের শহরটিতে মানুষজনকে কাত হয়ে হাঁটতে হয়েছে, যেন পাহাড়ে চড়ছেন!

https://p.dw.com/p/2a3gI
Japan Taifun Neoguri 8.7.14
প্রতীকী ছবিছবি: Reuters

আলেসুন্ডে একজন পথচারীকে ফুটপাথ থেকে উড়িয়ে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল ‘আইভার', তাও আবার চৌরাস্তার মোড়ে; এমনকি অ্যাম্বুলেন্স ডাকতে হয়েছিল৷ তারপর থেকে পুলিশ রাস্তাঘাটে মানুষজনের উপর নজর রাখে – যাতে কেউ চোট না পান৷

‘আইভার' পরে ট্রন্ডেলাগ শহরের দিকে যায় এবং সেখানে ২০ হাজার বাসিন্দার বিদ্যুৎ বিভ্রাট ঘটায় – অর্থাৎ তাদের নিষ্প্রদীপ অবস্থায় থাকতে হয়৷ বাস ও ফেরি চলাচল স্থগিত রাখা হয়৷

প্রায় আধ কোটি মানুষের দেখা এই ভিডিওটির মজা হলো এই যে, এখানে ‘আইভার' যেন স্টিভেনসনের কাহিনির সেই ইনভিজিবল ম্যান: তাকে দেখা যাচ্ছে না বটে, কিন্তু তার প্রতাপ উপলব্ধি করা যাচ্ছে৷ একদল তরুণি বা কিশোরী হেঁটে জেব্রা পার হতে গিয়ে আইভারের ঠেলায় প্রায় উল্টোদিকে যায় আর কি! স্বভাবতই তারা হেসে আকুল৷ পরে এক বয়স্ক ভদ্রলোক যখন পুলিশের সাহায্যে ‘বাতাস ঠেলে' অ্যাম্বুলেন্স অবধি পৌঁছালেন, তখন অবশ্য বোঝা গেল, পরিস্থিতি ঠিক কতটা সিরিয়াস৷

এসি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য