1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জয় চায় নিউজিল্যান্ড, অধিনায়কত্ব ছাড়লেন পন্টিং

২৯ মার্চ ২০১১

ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আলোচনার শেষ নেই৷ মঙ্গলবারের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বড় সাফল্য চায় নিউজিল্যান্ড৷ অন্যদিকে, চাপে পড়ে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব ছাড়লেন রিকি পন্টিং৷

https://p.dw.com/p/10jOE
শ্রীলঙ্কা দলছবি: picture alliance/dpa

প্রথম সেমিফাইনাল

নিউজিল্যান্ডের অধিনায়ক ডানিয়েল ভেট্টরি কলম্বোতে আজকের সেমিফাইনালে জয়ের আশা ব্যক্ত করেছেন৷ তাঁর কথায়, এই খেলায় জয়ের মাধ্যমে ক্রিকেটে বড় সাফল্য অর্জন করতে চায় কিউইরা৷ তাছাড়া, পরিসংখ্যানের দিকে তাকালেও খানিকটা এগিয়ে থাকছে নিউজিল্যান্ডই৷ দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭৩ বার৷ এরমধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৩৫ বার, আর শ্রীলঙ্কা ৩৩বার৷ তবে, কলম্বোতে স্বাগতিকদের হারানো মোটেই সহজ হবে না কিউইদের পক্ষে৷

Cricket WM 2011 Neuseeland Kenia Flash-Galerie
আজ কি জয় পাবে নিউজিল্যান্ডছবি: dapd

রিকি পন্টিং

আজ এক সংবাদ সম্মেলনে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রিকি পন্টিং৷ তবে এখনো ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি৷ ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার ২০০২ সাল থেকে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল এবং ২০০৪ সাল থেকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ কিন্তু সম্প্রতি অ্যাশেজে পরাজয় এবং ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের পর বেশ চাপে ছিলেন পন্টিং৷

দীর্ঘ ক্রিকেট বিশ্বকাপ

আইসিসি'র প্রধান নির্বাহী হারুন লরঘাট জানিয়েছেন, আগামী বিশ্বকাপের পরিধি কমানো হবে, তবে ৫০ ওভার খেলা অব্যাহত থাকবে৷ কলম্বোতে তিনি বলেন, জরিপ চালিয়ে দেখা গেছে, ৫০ ওভার ম্যাচের প্রচুর সমর্থন রয়েছে৷ তাছাড়া, টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট ৫০ ওভারের একদিনের ম্যাচের জন্য হুমকি নয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক