1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেমস বন্ড খ্যাত সংগীতকার জন বেরি পরলোকে

৩ ফেব্রুয়ারি ২০১১

পশ্চিমা চলচ্চিত্র সংগীত জগতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব জন বেরি৷ জেমস বন্ড খ্যাত এই বিখ্যাত ব্রিটিশ চলচ্চিত্র সংগীতকার ও নির্দেশক ৩১ জানুয়ারি ৭৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চির বিদায় নিলেন৷

https://p.dw.com/p/109it
জেমস বন্ড খ্যাত জন বেরিছবি: John Barry

১৪ টি জেমস বন্ড ছায়াছবির মধ্যে ১১ টি ছবিরই আবহ সংগীতের রূপকার জন বেরি৷ ভিন্ন আঙ্গিকের এই সংগীত বিশ্বব্যাপী পায় অসাধারণ সাফল্য ও জনপ্রিয়তা৷

জন বেরির জন্ম ১৯৩৩ সালের ৩ নভেম্বর ইংল্যান্ডের ইয়র্ক শহরে৷ বাবা ছিলেন একাধিক সিনেমা হলের মালিক, মা ছিলেন পিয়ানো বাদিকা৷ চলচ্চিত্র সংগীতকার হবার বাসনা বাড়ি থেকেই পেয়েছিলেন তিনি৷ সেন্ট পিটার্স পাবলিক স্কুলে এগারো বছর বয়স থেকে পিয়ানোয় তাঁর হাতেখড়ি৷ স্কুল শিক্ষার পর ইয়র্ক'এর বিখ্যাত সংগীত শিল্পী ড. ফ্রান্সিস জ্যাকসন'এর কাছে সংগীত শিক্ষা গ্রহণ করেন তিনি৷ পঞ্চাশের দশকে প্রথমে জ্যাজ ও পরে রক এ্যান্ড রোল সংগীতের প্রতি আগ্রহী হলেও চলচ্চিত্র সংগীতের প্রতি তাঁর গভীর অনুরাগ হারিয়ে যায়নি৷ ১৯৬২ সালে প্রথম জেমস বন্ড ছায়াছবি ‘ড. নো'র সংগীত পরিচালনার সুযোগ পান তিনি এবং তা বয়ে আনে আন্তর্জাতিক সাফল্য৷

Großbritannien Komponist John Barry
জন বেরিছবি: picture-alliance/ dpa

তাঁর নির্দেশনায় বিভিন্ন খ্যাতিমান সংগীত তারকা জেমস বন্ড ছায়াছবির জন্য গান গেয়েছেন৷ তাদের মধ্যে শার্লি বেসি, লুইজ আর্মস্ট্রং, টম জোনস, বিটেলস এর পল ম্যককার্টনি, ন্যান্সি সিনাত্রা, ম্যাট মনরো প্রমুখ উল্লেখযোগ্য৷

জেমস বন্ড ছাড়াও আরো বহু আন্তর্জাতিক সাড়া জাগানো ছায়াছবির আবহ সংগীতের রূপকার জন বেরি৷ ‘বর্ন ফ্রি', ‘দ্য লায়ন ইন উইন্টার', ‘আউট অফ আফ্রিকা' এবং ‘ড্যন্সেস উইথ উলফ'এর মত বক্স অফিস হিট ছায়াছবির আবহ সংগীত তাঁকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি৷ পাঁচবার অস্কারে ভূষিত হয়েছেন তিনি৷ পেয়েছেন গোল্ডেন গ্লোব ও গ্র্যামি পুরস্কার৷ পাঁচ দশকেরও বেশি সময়ের সংগীত জীবনে ১০০ টিরও বেশি ছায়াছবির সংগীত রচনা করেছেন জন বেরি৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: সঞ্জীব বর্মন