1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিনটান ও মিসরাটায় হামলা, শক্তি বাড়াচ্ছে পশ্চিমা বাহিনী

২৩ মার্চ ২০১১

মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে আরো শক্তিশালী বাহিনী সাজাচ্ছে আন্তর্জাতিক গোষ্ঠী৷ বুধবার নতুন করে বেশ কিছু শহরে হামলা চালিয়েছে সরকারি বাহিনী৷ এদিকে লিবিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কায়রো পৌঁছেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

https://p.dw.com/p/10gFK
ছবি: US Air Force/TSgt. John K. McDowell

লিবিয়ার বেসামরিক মানুষের জীবন বাঁচানোর তাগিদ থেকে দেশটির আকাশসীমায় নিষেধাজ্ঞা কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক বাহিনী৷ এই প্রক্রিয়ায় যোগ হচ্ছে নতুন নতুন দেশ ও শক্তি৷ জাতিসংঘ আরোপিত এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে পরিকল্পনা ও সামরিক অভিযানে সহযোগিতা করবে ন্যাটো৷ তবে ‘ওডিসি ডন' নামের এই অভিযানে রাজনৈতিক নেতৃত্ব দেবে না ন্যাটো, এমন কথা জানালেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আল্যাঁ জুপে৷

এদিকে, পশ্চিমা গোষ্ঠীর অভিযানে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান পাঠালো নরওয়ে৷ এছাড়া কুয়েত এবং জর্ডান এই অভিযানে সহযোগিতা করছে বলে জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন৷ সবমিলিয়ে এখন পর্যন্ত ১১টি দেশ এই অভিযানে যোগ দিয়েছে এবং দেড়শ'টিরও বেশি জেট বিমান ব্যবহার করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি৷ অন্যদিকে, গাদ্দাফির উপর চাপ বাড়াতে লিবিয়ার প্রায় দেড় বিলিয়ন ডলারের সম্পদ আটকে দিল সুইডেন৷ লিবিয়ার উপর ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে এই পদক্ষেপ বলে খবর৷ গাদ্দাফির অনুগত বাহিনীর বিরুদ্ধে পশ্চিমা বাহিনীর সতর্ক অভিযান চললেও বুধবার তারা নতুন করে জিনটান শহরে হামলা চালিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন৷ এছাড়া মিসরাটা শহরের হাসপাতাল লক্ষ্য করে গুলি চালিয়েছে গাদ্দাফির সমর্থকরা৷ এতে অন্তত তিন জন নিহত এবং আরো তিন জন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে৷ এছাড়া হাসপাতালে চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে৷

Libyen Aufständische bei Ras Lanuf
ছবি: dapd

এরই মধ্যে আজ বিদ্রোহীদের জাতীয় পরিষদ মাহমুদ জাবরিলকে লিবিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করল৷ সংস্কারবাদী হিসেবে পরিচিত জাবরিল আগেও লিবিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন৷ আর সম্প্রতি গঠিত জাতীয় পরিষদের সামরিক এবং পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান ছিলেন তিনি৷

লিবিয়ার পরিস্থিতি নিয়ে বেশ উদ্বেগের মুখে মার্কিন প্রশাসন৷ প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর ল্যাটিন অ্যামেরিকা সফর সংক্ষিপ্ত করে ওয়াশিংটন ফিরছেন আজ৷ লিবিয়ায় সামরিক অভিযানে ক্ষয়ক্ষতির একটি স্বচ্ছ হিসাব চান ওবামা৷ এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন জানালেন যে, এই সংকট থেকে পরিত্রাণ পেতে গাদ্দাফি তাঁর মিত্রদের সাথে যোগাযোগ করছেন৷ তবে তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল গাদ্দাফিকে পদত্যাগ করে দেশের সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন আজ৷ নতুবা গাদ্দাফির পরিণতিও ইরাকি নেতা সাদ্দাম হোসেনের মতো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি৷ ওদিকে, লিবিয়ার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ মিশরের রাজধানী কায়রো উড়ে গেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান