1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জালিয়াতি মামলায় ফেঁসে যেতে পারেন শোয়ার্জেনেগার

৩০ মে ২০১১

রাজনীতি ছাড়ার পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না আর্নল্ড শোয়ার্জেনেগারের৷ যৌন কেলেঙ্কারির জের ধরে একে তো স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি, তারপর এখন জালিয়াতির মামলায় ফেঁসে যাওয়ার আশঙ্কা৷

https://p.dw.com/p/11QOd
টার্মিনেটর ছবিতে শোয়ার্জেনেগারছবি: AP

মামলা করার হুমকি দিয়েছেন তাঁর একসময়ের গোপন বান্ধবী মিলড্রেডের সাবেক স্বামী রোগেলিও বেইনা৷ কারণ গত ১৩ বছর ধরে যে ছেলেকে নিজের বলে জেনে এসেছেন রোগেলিও, এখন জানতে পারছেন সে তাঁর সাবেক গৃহকর্তা আর্নল্ডের ছেলে৷ কলম্বিয়ার এক ম্যাগাজিনকে রোগেলিও জানিয়েছেন, ছেলের জন্ম নিবন্ধনের সময় পিতা হিসেবে তার নামই লিখিয়েছিল তাঁর সাবেক স্ত্রী মিলড্রেড৷ আর এখন ফাঁস হয়েছে, যে আসলে ছেলে মিলড্রেডের গর্ভে আর্নল্ডের অবৈধ সন্তান৷ দুজনে জেনেশুনে এই জোচ্চুরি করায় মামলা করার হুমকি দিয়েছেন রোগেলিও বেইনা৷ আর যদি তিনি তাই করে থাকেন, তাহলে সত্যিই ফেসে যাবেন আর্নল্ড শোয়ার্জেনেগার৷ কারণ জেনেশুনে কোন সরকারি দলিলে তথ্য বিকৃত করার অপরাধে দোষী হবেন এই হলিউড তারকা৷

Arnold Schwarzenegger, der neue Gouverneur in Kalifornien küsst seine Ehefrau
এ ছবি এখন শুধুই স্মৃতিছবি: AP

মাস কয়েক আগে রাজনীতি থেকে অবসর নেওয়ার পর আবারও হলিউডে ফিরে আসার পরিকল্পনা করছিলেন এই টার্মিনেটর তারকা৷ কিন্তু তার আগেই স্ত্রী মারিয়া শ্রিভারের কাছে নিজের গোপন প্রেমের কথা স্বীকার করেন ৬৩ বছর বয়স্ক আর্নল্ড৷ ফলে গত ১০ মে দীর্ঘ ২৫ বছরের সংসার ছেড়ে চলে যান মারিয়া৷ জানা গেছে, তালাকের জন্য নামকরা আইনজীবী লরা ওয়াসারকে নিয়োগ করেছেন তিনি৷ অন্যদিকে পারিবারিক এই কেলেঙ্কারির কারণে আপাতত হলিউডে ফিরে আসার পরিকল্পনা মুলতবি রেখেছেন আর্নল্ড শোয়ার্জেনেগার৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান