1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসী ভোটারদের অবস্থান

নাওমি কনরাড / আরবি৩১ আগস্ট ২০১৩

জার্মানির আগামী সংসদীয় নির্বাচনে বিদেশি বংশোদ্ভূত ভোটারের সংখ্যা ৫০ লক্ষেরও বেশি হবে৷ তাঁরা কাকে ভোট দেবেন, সেটা নির্ভর করে অনেকটা তাঁদের পূর্বপুরুষরা কোন দেশ থেকে এসেছেন তার ওপর৷

https://p.dw.com/p/19RUj
Stimmzettel Bundestagswahl Nahaufnahme
ছবি: Fotolia/MaxWo

হুয়ান ডিয়াস কিউবান অ্যামেরিকান৷ তাঁর মা-বাবা ফিদেল কাস্ত্রোর শাসনামলে কিউবা থেকে অ্যামেরিকায় পালিয়ে যান৷ প্রেমের টানে এখন বার্লিনে থিতু হয়েছেন হুয়ান৷ সাত বছর ধরে জার্মান নাগরিক তিনি৷ ‘জটিল এক পরিচিতি'৷ ‘‘আমি এখানকার পাসপোর্ট নিয়েছি, কেননা চ্যান্সেলর ও সংসদীয় নির্বাচনের ভোটাভুটিতে আমিও অংশ নিতে চাই৷'' জানান হুয়ান৷

সবাই ভোটাধিকার প্রয়োগ করেন না

ফেডারেল পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী ২০১১ সালে জার্মানিতে বসবাসরত বিদেশি বংশোদ্ভূতদের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৬০ লক্ষ৷ এর মধ্যে প্রায় এক তৃতীংয়াশ আগামী সেপ্টেম্বরে সংসদীয় নির্বাচনে ভোট দিতে পারবেন৷ ২০১১ সালে এক লক্ষ অভিবাসী জার্মান নাগরিকত্ব পেয়েছেন৷ তাই ভবিষ্যতে অভিবাসী ভোটারের সংখ্যা আরো বাড়বে৷ তবে ভোট দেওয়ার অধিকার থাকলেই যে সবাই ভোট দেবেন এমন কোনো কথা নেই৷ অভিবাসন সংক্রান্ত ফেডারেল দপ্তরের ২০১২ সালের এক সমীক্ষা অনুযায়ী, বিদেশি বংশোদ্ভূতদের মধ্যে ভোট দেওয়ার প্রবণতা তুলনামূলকভাবে কম৷ ২০০৯ সালের নির্বাচনে ৭৩.৩ শতাংশ অভিবাসী ভোটার ভোট দিয়েছিলেন৷ অন্য ভোটারদের মধ্যে এই হার ছিল ৮১. ৫ শতাংশ৷

ভোট না দেওয়া? কিউবান অ্যামেরিকান জার্মান হুয়ান ডিয়াসের কাছে এই প্রশ্নই ওঠে না৷ ‘‘পোস্টকার্ডে ভোট দেওয়ার খবরটা এলে মনে হয় চমত্কার৷'' বলেন হুয়ান৷ ভোট দেওয়ার অধিকার এক মৌলিক অধিকার৷ তা কোনো ভাবেই হেলায় হারাতে চান না তিনি৷

অভিবাসীরা সাধারণত বড় বড় দলকে ভোট দেন

হুয়ানের মতো ভোটাররা সাধারণত এসপিডি ও সিডিইউ-এর মতো বড় বড় দলগুলিকে ভোট দিয়ে থাকেন৷ জার্মান অর্থনৈতিক গবেষণা ইন্সটিটউটের সমাজবিজ্ঞানী ইনগ্রিড টুচি জানান, অভিবাসীদের অধিকাংশই দুই বড় পার্টিকেই প্রাধান্য দিয়ে থাকেন৷ তবে ৫০ ও ৬০-এর দশকে দক্ষিণ ইউরোপ, সাবেক যুগোস্লাভিয়া ও তুরস্ক থেকে তথাকথিত অতিথি শ্রমিক হিসাবে যারা জার্মানিতে এসেছিলেন, তারা সাধারণত সামাজিক গণতন্ত্রীদের ভোট দিয়ে থাকেন৷ আর শীতল যুদ্ধের পর প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন থেকে জার্মান বংশোদ্ভূত যে সব মানুষ জার্মানিতে এসেছেন, তাদের মধ্যে সিডিইউ ও সিএসইউ-এর মতো রক্ষণশীল দলগুলিকে ভোট দেওয়ার প্রবণতা দেখা যায়৷

সিডিইউ জার্মান বংশোদ্ভূতদের অভিবাসন ও তাদের এই সমাজে সম্পৃক্ত করার ব্যাপারে বিশেষভাবে তৎপর হয়েছিল৷ অনেকটা সেই কারণেই এই রাজনৈতিক দলটির প্রতি একটা আনুগত্য অনুভব করে জার্মান বংশোদ্ভূত অভিবাসীরা৷

দূরত্ব গড়ে ওঠে দুই পক্ষেই

অন্যদিকে খ্রিষ্টীয় ইউনিয়নের কিছু রাজনীতিকের মন্তব্য ও আচরণে অতিথি শ্রমিকদের প্রতি অবজ্ঞাসূচক মনোভাব প্রকাশ পায়৷ বলেন ইনগ্রিড টুসি৷ যার ফলে দুই পক্ষেই একটা দূরত্ব গড়ে ওঠে৷

সমাজবিজ্ঞানী টুচির গবেষণায় জানা গেছে, রাজনৈতিক দলগুলির প্রতি আনুগত্যের ব্যাপারে অভিবাসীদের ধর্ম, শিক্ষা, কিংবা পেশার ভূমিকা খুব একটা বড় নয়৷ অবশ্য তাঁর মতে, এ বিষয়ে আরো গবেষণা হওয়া প্রয়োজন৷ কেননা তথ্য-উপাত্তের মাধ্যমে দেখা গেছে, দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের অভিবাসীদের ১৮ শতাংশ সবুজ দলের প্রতি আকৃষ্ট৷ আর ৪০ শতাংশ এসপিডি ও সিডিইউকে পছন্দ করে৷ এদিক দিয়ে যারা বিদেশি বংশোদ্ভূত নয়, তাদের সঙ্গে খুব একটা পার্থক্য নেই তরুণ প্রজন্মের অভিবাসীদের৷ জানান গবেষক টুচি৷

হুয়ান ডিয়াস সেপ্টেম্বরে কাকে ভোট দেবেন, সেটা এখনও স্থির করেননি৷ অতীতে একজন সিডিইউ-এর রাজনীতিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি৷ সবুজ দলের বেশ কিছু বৈঠকে অংশ নিয়েছেন৷ বার্লিনে প্রায় সব পার্টির রাজনৈতিক আলাপ আলোচনায় যোগ দিয়েছেন৷ তাই বলা যায় সব দলের সঙ্গেই তাঁর সম্পৃক্তি রয়েছে৷

আগে জার্মানরা তাঁকে বলতো, ‘‘তুমি তো বিদেশি৷ তোমার কোনো কিছু বলার অধিকার নেই৷'' এই কথা তাঁকে ক্ষুব্ধ করতো৷ আর আজ কাগজে কলমেই এই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে৷ হাস্যোজ্জ্বল কন্ঠে জানান হুয়ান ডিয়াস৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য