1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান প্রেসিডেন্ট হর্স্ট কোয়েলারের ভারত সফর

১ ফেব্রুয়ারি ২০১০

জার্মান প্রেসিডেন্ট হর্স্ট কোয়েলার আজ একটি সাতদিনব্যাপী ভারত সফর শুরু করছেন৷ অতঃপর তিনি দক্ষিণ কোরিয়াও সফর করবেন৷ নতুনদিল্লীতে কোয়েলারের মূল বার্তা হবে, বিশ্বব্যাপী সহযোগিতা৷

https://p.dw.com/p/LoEQ
জার্মান প্রেসিডেন্ট হর্স্ট কোয়েলার এবং স্ত্রী এফা লুইজে (ফাইল ফোটো)ছবি: picture-alliance/ dpa

জার্মান প্রেসিডেন্ট নতুনদিল্লীতে মূলত যে বিষয়টির উপর জোর দেবেন, তা হল বিশ্বব্যাপী সহযোগিতা - বলে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে৷ বস্তুত কোয়েলারের সাতদিনব্যাপী ভারত সফর হয়তো নতুন করে এটাই প্রমাণ করবে যে, সেই বিশ্বব্যাপী সহযোগিতায় আজ ভারতের মতো উত্থানশীল শক্তিকে বাদ দেওয়ার কোনো উপায় নেই৷ জি-সেভেনের যুগ গেছে, এটা হল জি-টোয়েন্টির যুগ, এই হল বার্লিনের মনোভাব৷ এবং বার্লিনের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভালোভাবেই জানেন যে, ভারতের প্রখর আত্মসম্মান ও মর্যাদাবোধ, এবং অপরদিকে পশ্চিমা পদ্ধতি সম্পর্কে ভারতের সন্দেহ সহযোগিতার পথে বাধা হয়ে উঠতে পারে৷ অপরদিকে মনে রাখা দরকার, ২০০৩ সালে ভারত তার মাটিতে বিদেশী পরিচালনার অনেক উন্নয়ন প্রকল্প বন্ধ করে দেয়, কিন্তু জার্মান প্রকল্পগুলিকে কাজ চালাতে দেয়৷ ভারতে জার্মান উন্নয়ন প্রকল্পগুলি বর্তমানে জ্বালানি সাশ্রয় এবং বিশ্বের উষ্ণায়ন রোখার ক্ষেত্রে৷

চীনের মতো ভারতকেও আজ বিশ্ব অর্থনীতির ত্রাণ এবং মন্দার অন্ত ঘটানোর জন্য অপরিহার্য বলে মনে করা হয়, এবং তা বার্লিনেও৷ যেমন জার্মানি ব্যাঙ্কগুলির উপর আরো বেশী আন্তর্জাতিক নিয়মাবলী আরোপ করার সপক্ষে, এবং কোয়েলার অবশ্যই এক্ষেত্রে ভারতের সমর্থন সংগ্রহ করার চেষ্টা করবেন - বিশেষ করে যখন তিনি স্বয়ং অতীতে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ-এর ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন৷

অপরদিকে ভারত তথাকথিত ডি-রেগুলেশন যাবৎ যে প্রগতি করেছে, কোয়েলার তা স্বচক্ষে দেখতে চান৷ পরমাণু শক্তি ভারতের অপর একটি দিক আছে: তা হল জনগণের একটি বড় অংশের দারিদ্র্য৷ সেই সঙ্গে যুক্ত হয়েছে: ভারতের প্রায় ২৫ শতাংশ এলাকা আজ রাজনৈতিক এবং আইনশৃঙ্খলার বিচারে বিক্ষুব্ধ বলে পরিগণিত হতে পারে৷ তবুও ভারতীয়দের জাতীয় গর্বের কথা ভোলা চলে না৷ ভারত যে নিজেকে পশ্চিমা আদর্শের বিকল্প বলে মনে করে, তা'ও ভোলা চলে না৷ জার্মান প্রেসিডেন্ট এ-সব কথা স্মরণ রেখেই নতুনদিল্লীতে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাটিল এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে আলাপ-আলোচনায় বসবেন৷ বৃহস্পতিবার তাঁর সস্ত্রীক মুম্বই যাবার কথা৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: রিয়াজুল ইসলাম