1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান পুলিশে বর্ণবাদ তদন্তে গবেষণা হবে

১৪ জুন ২০২০

জার্মান পুলিশে ‘সুপ্ত বর্ণবাদ' আছে বলে মন্তব্য করেছেন জার্মানির জোট সরকারের অংশীদার এসপিডি দলের অন্যতম প্রধান সাসকিয়া এসকেন৷ এ বিষয়ে জানতে একটি গবেষণা পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার৷

https://p.dw.com/p/3dk9B
Deutschland | Hamburg | Black Lives Matter Protest
ছবি: picture-alliance/dpa/C. Charisius

গবেষণার বিষয়টি এখনও ‘ধারণার’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সরকারের এক মুখপাত্র৷

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভ নিয়ে ফুংকে মিডিয়েনগ্রুপের সঙ্গে কথা বলেন এসপিডি নেত্রী এসকেন৷ সেই সময় তিনি জার্মানির ‘নিরাপত্তা বাহিনীতে সুপ্ত বর্ণবাদ’ আছে বলে মন্তব্য করেন৷

বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করা হয় বলে অভিযোগ করেন এসকেন৷ পুলিশের এমন আচরণ খতিয়ে দেখতে আলাদা একটি কার্যালয় তৈরির পরামর্শও দেন তিনি৷

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার অবশ্য এসকেনের বক্তব্যের সঙ্গে একমত নন৷

বিচারমন্ত্রী ক্রিস্টিন লামব্রেশট, যিনি এসকেনের এসপিডি দলেরও একজন সদস্য, তিনি বলেন, এই বিষয়ে পুলিশে থাকা আলাদা বিভাগ ইতিমধ্যে কাজ করছে৷ ফলে নতুন করে আরেকটি অফিস খুললে সেটা বাহুল্য হবে৷ পুলিশ বাহিনীতে ‘নির্দিষ্ট ও কাঠামোগত বর্ণবাদ সমস্যা’ আছে বলেও মনে করেন না তিনি৷

এদিকে, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ দলে ম্যার্কেলের স্থলাভিষিক্ত হতে আগ্রহী ফ্রিডরিশ ম্যার্ৎস জার্মান পুলিশে ‘সুপ্ত বর্ণবাদ’ নেই বলে মন্তব্য করেছেন৷ ‘‘যুক্তরাষ্ট্রে দাসত্বের ইতিহাস রয়েছে৷ তারা ‘এখনও বর্ণবাদের সমস্যার সমাধান করতে পারেনি’, কিন্তু জার্মানিতে বিষয়টা অন্যরকম,’’ বলেন তিনি৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ, ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান