1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান দলে হয়তো আবারও দেখা মিলতে পারে কুরানির

১২ এপ্রিল ২০১০

জার্মান স্ট্রাইকার কেভিন কুরানির জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে বেশ জল্পনা কল্পনা ফুটবল প্রেমীদের মাঝে৷ আশাব্যঞ্জক বক্তব্যও অবশেষে উচ্চারিত হলো জার্মান কোচ ইয়োয়াখিম লোয়েভের কণ্ঠে৷

https://p.dw.com/p/Mtrt
কেভিন কুরানি (ফাইল ছবি)ছবি: AP

আসন্ন বিশ্বকাপে জার্মান দলের শক্তিশালী কাঠামো দাঁড় করাতে সোমবার থেকে ব্ল্যাক ফরেস্টে শুরু হয়েছে নীতি নির্ধারকদের তিন দিনের বৈঠক৷ বৈঠকের প্রাক্কালে লোয়েভের কণ্ঠেই শোনা গেছে কুরানির প্রত্যাবর্তনের সম্ভাবনার আভাস৷ জার্মান পত্রিকা ‘বিল্ড'কে দেওয়া সাক্ষাৎকারে লোয়েভ বলেন, ‘‘আমরা অবশ্যই কুরানির বিষয়ে আলোচনা করবো৷ তাঁর বিষয়টি এখনও আলোচ্যসূচিতে রয়েছে৷'' তিনি বলেন, ‘‘এটা স্পষ্ট যে, ৬ মে দল ঘোষণার আগেই সিদ্ধান্ত নেওয়া হবে কুরানির ব্যাপারে৷''

একটু স্মরণ করা দরকার, ২০০৮ সালের সেপ্টেম্বরে জার্মান দল খেলছিল রাশিয়ার বিরুদ্ধে৷ বিশ্বকাপ বাছাই পর্বের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ৷ বর্তমানে শাল্কে দলের স্ট্রাইকার কুরানি ছিলেন জার্মান দলে৷ কিন্তু মাঠে তাঁকে নামানো হয়নি৷ প্রথমার্ধের খেলা শেষ৷ হতাশ কুরানি কাউকে কিছু না বলে স্টেডিয়াম ছেড়ে চলে যান৷ সেদিন রাগে-ক্ষোভে কোচ লোয়েভের মুখে কড়া হুঁশিয়ারি শোনা গিয়েছিল, ‘‘আমি যতদিন কোচ থাকবো, ততদিন আর দলে নেওয়া হবে না কুরানিকে৷'' এমনকি পরে কুরানি তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন লোয়েভ৷

দুই বছর আগের সেই হুঁশিয়ারি থেকে লোয়েভকে ফেরানোর কিছুটা পরিবেশ হয়তো ইতিমধ্যেই তৈরি করতে সক্ষম হয়েছেন কুরানি৷ ২৮ বছর বয়সি এই তারকা চলতি বছরে উপভোগ করছেন তাঁর সবচেয়ে সেরা মৌসুম৷ জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগায় এখন পর্যন্ত ১৮ টি গোল করে দ্বিতীয় শীর্ষ গোলদাতার জায়গাটি তাঁর দখলে৷ বায়ার লেভারকুজেনের স্টেফান কিসলিং-এর গোলসংখ্যাও ১৮৷

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০১০৷ আর এবারের বিশ্বকাপে সার্বিয়া, ঘানা এবং অস্ট্রেলিয়ার সাথে ডি গ্রুপে রয়েছে জার্মানি৷

প্রতিবেদক : হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক