1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান কোচ : কা’কে ছেড়ে কা’কে রাখি

৩০ মে ২০১০

মঙ্গলবার দুপুর বারোটার মধ্যে ফিফা’কে ২৩ জনের ক্যাডার জানাতে হবে৷ শনিবার হাঙ্গেরির সঙ্গে ফ্রেন্ডলি’র পর কি ভাবছেন জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ ?

https://p.dw.com/p/NdC7
ইওয়াখিম ল্যোভ : কা’কে ছেড়ে কা’কে রাখি ?ছবি: AP

বুদাপেস্তে ৩-০ গোলে জিতল জার্মান একাদশ, যদিও নতুন ক্যাপ্টেন ফিলিপ লাম অথবা ভাইস ক্যাপ্টেন বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, কেউই ছিলেন না৷ পাঁচ মিনিটের মাথায় লুকাস পোডোলস্কি'র পেনাল্টি শটে গোল৷ স্টাইকার মারিও গোমেজ বিকল্প হিসেবে এসে ৬৯ মিনিটের মাথায় করে দ্বিতীয় গোল৷ এবং কাকাও-এর গোলটা আসে ৭৩ মিনিটের মাথায়৷

কোচ ল্যোভ প্রাণ ভরে বদলি করিয়ে দেখেছেন, কার কেমন ফর্ম, স্পিরিট অথবা ক্ষমতা৷ সরাসরি প্রশংসা করতে শোনা গেছে স্টুটগার্টের স্যামি খেদিরা'কে৷ গতকালও খেদিরা প্রথমার্ধে খুবই ভালো খেলেছে, বলে মন্তব্য করেছেন ল্যোভ৷ খেদিরা'কে মাঝমাঠে বালাকের বিকল্প হিসেবেই দেখছেন তিনি৷ তবে একা নয় : সাথে থাকবে শোয়াইনস্টাইগার৷ হাঙ্গেরির বিরুদ্ধে সেই সহযোগী না থাকা সত্ত্বেও খেদিরা সামনের দিকে বেশ কয়েকবার ঝলক দিয়েছে৷

অপরদিকে ল্যোভ যে মিরোস্লাভ ক্লোজে'কে বেশ সুনজরে দেখেন, তা সবাই জানে৷ মিরো ক্লোজে কিন্তু হাঙ্গেরির বিরুদ্ধে মোটেই সুবিধে করতে পারেনি৷ এমনকি ৬১ মিনিটের মাথায় তাকে বার করে নিয়েছেন ল্যোভ৷ পরে বলেছেন, ক্লোজে'কে ট্রেনিং'এ কঠিন পরিশ্রম করতে হবে, তার পুরনো আত্মবিশ্বাস ফিরে পেতে হবে - কোচ'এর মুখ থেকে যা আদৌ ভালো কথা নয়৷ ল্যোভ আরো বলেছেন: ‘‘স্পষ্ট বোঝা যাচ্ছে, ও এখনও পুরনো ফর্ম খুঁজে পায়নি৷'' অথচ আদতে ল্যোভ বিশ্বকাপের জন্য যে পরিকল্পনা করেছিলেন, তা'তে ক্লোজে'কে একা সামনে রেখে খেলার কথা ছিল৷ শনিবার বুদাপেস্তে গোমেজ এবং কাকাও'এর গোলের পর সেই ক্লোজেকেই ভাবতে হচ্ছে, দক্ষিণ আফ্রিকাতে তাকে বেঞ্চে বসেই সময় কাটাতে হবে কিনা৷

তবে আদৌ দক্ষিণ আফ্রিকা না যাওয়ার সম্ভাবনা - বা বিপদ - এখন যাদের সবচেয়ে বেশী, তারা হল ডিফেন্সের আন্ড্রিয়াস বেক এবং ফরোয়ার্ড স্টেফান কিসলিং৷ বুদাপেস্তে তাদের মাঠেই নামাননি লোয়েভ৷ আর বহুদিন চোট পাওয়া অবস্থায় কাটানো মার্সেল ইয়ানসেন'কেও হয়তো বাড়িতেই থাকতে হতে পারে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জাহিদুল হক