1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির সামরিক বাহিনীতে কাটছাঁট

১৯ মে ২০১১

জার্মানির সামরিক কাঠামোতে পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী দেমেজিয়ের৷ নতুন পরিকল্পনায় বুন্ডেসভেয়ার-এর সেনা সদস্যের সংখ্যা এক-পঞ্চমাংশ কমবে৷ তবে, আন্তর্জাতিক অঙ্গনে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণাও রয়েছে৷

https://p.dw.com/p/11JNC
Verteidigungsminister Thomas de Maiziere (CDU) spricht am Mittwoch (18.05.11) in der Julius-Leber-Kaserne in Berlin zur Bundeswehrreform. De Maiziere hat die Organisation und die Strukturen der Bundeswehr fuer derzeitige und kuenftige Aufgaben als "unzureichend" bezeichnet. Das betreffe die Faehigkeiten, die Finanzierung und Fuehrungsstruktur, sagte der CDU-Politiker bei der Vorstellung seiner Eckpunkte zur Streitkraeftereform am Mittwoch in Berlin. (zu dapd-Text) Foto: Clemens Bilan/dapd
জার্মান প্রতিরক্ষামন্ত্রী থমাস দেমেজিয়েরছবি: dapd

সেনা সংস্কার

জার্মানির সামরিক বাহিনীর সদস্য সংখ্যা মোটামুটি ৪৫,০০০ এর মতো কমানোর পরিকল্পনা করছে সরকার৷ সেক্ষেত্রে ভবিষ্যতে সেনা সংখ্যা দাঁড়াবে ১৭৫,০০০ থেকে ১৮৫,০০০-এর মধ্যে৷ তবে, বিদেশে সেনা উপস্থিতির হার বাড়িয়ে দশ হাজারে উন্নীত করার চিন্তাভাবনা রয়েছে নতুন পরিকল্পনায়৷ বিশেষ করে ভবিষ্যতে জাতিসংঘ মিশনে আরো বেশি সেনা সরবরাহ করতে পারে জার্মানি৷ প্রতিরক্ষামন্ত্রী থমাস দেমেজিয়ের বুধবার বুন্ডেসভেয়ার সংস্কার পরিকল্পনা প্রকাশ করেন৷ তিনি সামরিক বাহিনীর বর্তমান সাংগঠনিক কাঠামোকে চলতি এবং ভবিষ্যৎ মিশনের জন্য ‘অপর্যাপ্ত' আখ্যা দিয়েছেন৷ তবে সেনা সদস্যদের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন প্রতিরক্ষামন্ত্রী৷

ARCHIV: Soldaten und Soldatinnen der 10. Panzerdivision stehen im Kurpark in Bad Reichenhall (Bayern) bei der Verabschiedung in den Einsatz nebeneinander (Foto vom 11.03.10). Der weite Bogen in der 56-jaehrigen Geschichte der Bundeswehr spannt sich von der Verteidigungsarmee im Kalten Krieg in Richtung Osten bis hin zur jetzigen Truppe fuer Auslandseinsaetze zur Bewaeltigung von Krisen. Verteidigungsminister Thomas de Maiziere (CDU) will am Mittwoch (19.05.11) mit der Vorstellung seiner Ideen fuer die historische Neuausrichtung der Bundeswehr den "Befehl" fuer den Marsch der Truppe in die Zukunft geben. (zu dapd-Text) Foto: Oliver Lang/dapd
জার্মান সেনাসংখ্যা এক-পঞ্চমাংশ কমানো হবেছবি: dapd

শুধুই কী অর্থ সাশ্রয়?

নতুন পরিকল্পনায় ঠিক কী পরিমাণ অর্থ সাশ্রয় করা যাবে সেটি এখনো পরিষ্কার নয়৷ দেমেজিয়ের এর আগে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ছিলেন কার্ল থিওডোর সু গুটেনব্যার্গ৷ তাঁর সময়ে, সামরিক বাহিনী থেকে ৮.৩ বিলিয়ন ইউরো সাশ্রয়ের পরিকল্পনা করা হয়েছিল৷ তবে গত মার্চে পদত্যাগের আগে গুটেনবার্গ জানিয়েছিলেন, ২০১৪ সালের মধ্যে এই অর্থ সাশ্রয় পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নাও হতে পারে৷ দেমেজিয়ের জানাচ্ছেন, সামরিক সংস্কারের উদ্দেশ্য হচ্ছে বুন্ডেসভেয়ারকে আন্তর্জাতিক অঙ্গনে আরো সক্রিয় করা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানো৷ তাছাড়া গুটেনব্যার্গের সময়কার সংস্কার পরিকল্পনাকে পুর্নবিবেচনা করেছেন দেমেজিয়ের৷ সেই পরিকল্পনার মূল বিষয়গুলোকে তিনি সমর্থন করলেও সেনা সদস্য কমিয়ে ১৬০,০০০ করার প্রাথমিক লক্ষ্যকে পুরোপুরি গ্রহণ করেননি নতুন প্রতিরক্ষামন্ত্রী৷

বাস্তবায়ন

প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ৬ থেকে ৮ বছরের মধ্যে পর্যায়ক্রমে সামরিক বাহিনীতে সংস্কার সাধন করা হবে৷ পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগামী দু'বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে৷ বলাবাহুল্য, গত অর্ধশতকের মধ্যে এই প্রথম বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে জার্মান সেনাবাহিনীতে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই