জার্মানির ট্রেন দুর্ঘটনা | পাঠক ভাবনা | DW | 31.01.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মানির ট্রেন দুর্ঘটনা

আমার পাঠানো প্রথম ইমেলটি আপনাদের ওয়েবসাইটের ‘আপনাদের মতামতে’ প্রকাশ হয়েছে দেখে আমি দারুণ খুশি হয়েছি৷ সত্যি এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার, কোনো দিন ভাবিনি৷

আপনাদের ওয়েবসাইটে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সাক্ষাত্কার ও প্রতিবেদন শুনে অনেক কিছু জানতে পারলাম৷ এটা আমার কাছে অতিরিক্ত পাওনা৷ বিশ্ব উষ্ণায়ন ও আবহাওয়া পরিবর্তন জনিত বেশ কিছু প্রতিবেদন আমাকে মুগ্ধ করে৷ বিশেষ করে গাছ প্রাণীকুলের ক্ষতির যে যে বিবরণ তুলে ধরা হয়েছে তা খুব ভালো লাগলো৷ আপনাদের ওয়েব সাইটটি খুবই গোছানো ও তথ্য সমৃদ্ধ৷ মহাঃ জাহির আব্বাস মোল্লা, চুপি পূর্বস্থলী , বর্ধমান৷

আমি ডয়চে ভেলের নিয়মিত শ্রোতা৷ জার্মানির ট্রেন দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত৷ আফজাল আলী খান, ফরিদপুর৷

আমি ডয়চে ভেলের নিয়মিত শ্রোতা ও ওয়েবসাইট পাঠক৷ এখানে বিশ্বকাপ ফুটবল সম্পর্কে রয়েছে অনেক অনেক তথ্য৷ আর তাই আমি শ্রোতাবন্ধুদের অনুরোধ করবো, সবকিছু জানতে চাইলে ডয়চে ভেলের সঙ্গে থাকুন৷ হোক তা এফএম তরঙ্গে বা ইন্টারনেটে৷ মোঃ মাহবুব আলম, সহকারী শিক্ষক, নরেন্দ্রপুর সরকারী প্রাইমারী স্কুল, যশোর৷

আমরা প্রতিদিন এফএম-৯৭.৬ মেগাহার্তস-এ, ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান শুনি এবং দিনের বেশিরভাগ সময় ডয়চে ভেলের ওয়েবসাইটে ঘুরাঘুরি করি৷ যার ফলে আমরা মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছি বিশ্বের তরতাজা এবং বিচিত্র সব সংবাদ! ডয়চে ভেলের কল্যাণে আমরা বিশ্বকে জানার প্রচেষ্টায় অন্যদের চাইতে একধাপ এগিয়ে৷ তাই জোর গলায় বলছি, শ্রোতাদের জন্য ডয়চে ভেলের বিকল্প আর নেই৷ ডয়চে ভেলের মাধ্যমে জানলাম,‘বিবর্ণ হয়ে যাচ্ছে রাঙামাটির কাপ্তাই লেক’৷ খরা এবং ভূমধসে নাব্যতা হারাচ্ছে রাঙামাটির কাপ্তাই লেক৷ অসংখ্য চর জেগে উঠেছে এর নৌ-চলাচল পথে৷ উজানে শুকিয়ে গেছে কর্ণফুলি ও কাছালং নদী৷ ষাটের দশকে নির্মিত এই লেক বাংলাদেশের একমাত্র মনুষ্য নির্মিত লেক৷

টেস্ট খেলুড়ে প্রথম সারির দলগুলোর মধ্যেই হবে মূল প্রতিযোগিতা৷ তবে ডার্ক হর্স হিসেবে বাংলাদেশ চমক দেখাতে পারে এবার৷ দলগুলোর শক্তিমত্তা সম্পর্কে খানিকটা ধারণা নেয়া যেতে পারে এখান থেকে৷ বিশ্বকাপ ক্রিকেট-২০১১ নিয়ে ডয়চে ভেলের এই বিশেষ কর্নারটি চমৎকার হয়েছে৷

জার্মানি ছেড়ে তুর্কি বংশোদ্ভূতরা ফিরে যাচ্ছে তুরস্কে৷ একসময় কাজের জন্য তুরস্ক থেকে হাজার হাজার মানুষ এসেছিল জার্মানিতে৷ অনেকেই ফিরে গেছে তুরস্কে, অনেকেই থেকে গেছে জার্মানিতে৷ কিন্তু জার্মানিকে কখনোই নিজের দেশ হিসেবে মনে করেনা এই প্রজন্মের অনেকেই৷ পঞ্চাশ বছর আগে জার্মানি এবং তুরস্কের মধ্যে একটি চুক্তি হয়েছিল৷ সেই চুক্তি অনুসারে তুরস্ক থেকে কর্মী আনা হবে জার্মানিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য৷ এরপর তারা ফিরে যাবে তুরস্কে৷ কিন্তু অনেকেই ফিরে যায়নি বা যেতে চায়নি৷ অনেকেই রয়ে গেছেন প্রজন্ম ধরে৷ ছেলে-মেয়ে, নাতি-নাতনী সবাই জন্মেছে জার্মানিতে৷ তৃতীয় প্রজন্মের অনেকেই ইদানিং ফিরে যাচ্ছে তুরস্কে৷

হ্যাকারের থাবায় ফেসবুক প্রতিষ্ঠাতা সাকারবার্গ৷ হ্যাকারের থাবার শিকার হলেন স্বয়ং ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক সাকারবার্গ৷ হ্যাকার হানা দিয়েছিল সাকারবার্গের ফ্যান পেজে৷ আর এই ঘটনার পর ফেসবুক ব্যবহারকারীদের জন্য আরো কড়া নিরাপত্তার পথ বাতলে দিল ফেসবুক৷ বয়স শনাক্তকরণের নতুন সফ্টওয়্যার বাজারে আসছে৷ মূলত অপ্রাপ্তবয়স্কদের যৌন হয়রানির শিকার হওয়া থেকে রক্ষা করতে সহায়তা করবে এই নতুন সফ্টওয়্যার৷ নতুন এই ফোনের উন্নয়ন ঘটিয়েছেন বিজ্ঞানীরা৷ নাম দেওয়া হয়েছে ‘চাইল্ড ডিফেন্স’৷ অপ্রাপ্তবয়স্করা তাদের মোবাইল ফোন থেকে বিভিন্ন জনকে মেসেজ লেখে বা বার্তা পাঠায়৷ ডয়চে ভেলের ওয়েবসাইট থেকে এসব নানা তথ্য জানতে পারলাম৷

বাংলা বিভাগের কর্মী যারা শ্রোতাদের জন্য প্রতিদিন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তাদের সকলকে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব এবং ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি৷ শুভেচ্ছাসহ- দিদারুল ইকবাল, বাড়ি- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা-১২১৬, বাংলাদেশ৷ didaruliqbal@gmail.com

ডয়চে ভেলে যখন নানা নামের নানা পরিবেশনার মাধ্যমে নিখিল বিশ্বের রূপ রস গন্ধের ডালিখানি ঘরের আঙিনায় নামিয়ে দিয়ে আনন্দ ভোজের ডাক দেয়, তখন বিন্দুতে সিন্ধু দর্শনের সার্থকতায় নিজেকে ধন্য মনে করি৷ সবুজ পৃথিবী, পশ্চিমের জানালা, বিজ্ঞান ডটকম, ইনবক্স আমার অতি প্রিয় অনুষ্ঠান৷ ডয়চে ভেলে যেভাবে ভেদাভেদ ও সঙ্কীর্ণতার উর্দ্ধে থেকে দল মত নির্বিশেষে সকলের সর্বাঙ্গীণ কল্যাণ সাধনে ব্রতী তা সত্যি বিস্ময়ের৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

ওয়েবসাইটটি ভিজিট করলাম৷ সবগুলো পরিবেশনাই ভাল লেগেছে৷ তবে বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে সমাজ জীবনে ‘বিশ্বকাপ ভিক্ষুকমুক্ত রাখতে টাকা দেবেন চট্টগ্রামের মেয়র’ প্রতিবেদনটি পড়ে অবাক হলাম৷ বাংলাদেশে মোট সাত লক্ষ ভিক্ষুক রয়েছে, এদের সবাইকে প্রতিদিন দেড়শত টাকা করে দিলে দুই মাসে মোট কত খরচ হবে? আমার আমাদের দেশে যারা ভিক্ষা করে, তাদের অধিকাংশই সুস্থ দেহের অধিকারি এবং যাদের কাজ করে খাওয়ার সামর্থ্য আছে৷ আমাদের প্রত্যাশা, এসব ভিক্ষুকদের খুঁজে বের করে কাজের ব্যবস্থা করে দিয়ে স্থায়ীভাবে স্বাবলম্বী করে তুলতে হবে৷ তাছাড়া অনেকেই ইচ্ছা করে এই ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছে৷ আমরা চাই, বাংলাদেশ ভিক্ষুক মুক্ত, অভাব মুক্ত, দারিদ্রমুক্ত সুন্দর ও কল্যাণময়ী একটি দেশ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হবে৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু, রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

আমি তোমাদের নতুন শ্রোতা৷ আজ যখন সকাল আটটায় রেডিওর নব ঘোরাচ্ছিলাম তখনএফএম তরঙ্গে তোমাদের শুনলাম৷ তোমাদের তথ্যমূলক অনুষ্ঠান এতোই ভালো লাগলো যে এই ছোট্ট এসএমএস-এ বোঝাতে পারবোনা৷ তোমাদের অনুষ্ঠান ৩০ মিনিটের বদলে এক ঘণ্টা করলে আরো ভালো হতো৷ এসএমএস কি বাংলা অক্ষরে লেখা যাবে ? দয়া করে বলবে৷ তানভীর কবির সরকার, গফরগাঁও, ময়মনসিংহ৷