1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে সাংবাদিক লাঞ্ছনায় জড়িত পুলিশ

২৩ আগস্ট ২০১৮

ড্রেসডেন শহরে ডানপন্থি দল পেগিডার সমাবেশে সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় শহরের একজন পুলিশ কর্মকর্তা জড়িত বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ৷ এ ঘটনাকে মুক্ত গণমাধ্যমের উপর হামলা বলে মনে করছে জার্মানির সংবাদমাধ্যম৷

https://p.dw.com/p/33ctu
ছবি: picture-alliance/dpa/C. Seidel

গত সপ্তাহে জার্মানির স্যাক্সনি রাজ্যের ড্রেসডেন শহরে ডানপন্থি দল পেগিডা সরকারবিরোধী একটি সমাবেশ করছিল৷ পেগিডা জার্মানির একটি কট্টর ডানপন্থি রাজনৈতিক সংগঠন৷ জার্মানিতে ‘ইসলামিকরন' হচ্ছে বলে মনে করে তারা৷ গত কয়েক বছর ধরে এ বিষয়ে তারা রাজনৈতিক সভা সমাবেশ করে আসছে৷ গত সপ্তাহে তাদের এক সমাবেশে জার্মান রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জেডডিএফ-এর সংবাদকর্মীদের একটি দল ভিডিও চিত্র ধারণ করতে গেলে সমাবেশে অংশগ্রহনকারীদের কয়েকজন এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করে৷ সমাবেশে অংশগ্রহণকারীদের একজন এ সময় পুলিশের কাছে এ সাংবাদিকের বিরুদ্ধে অবৈধভাবে তাঁর ভিডিও চিত্র ধারণের অভিযোগ করেন৷ এ অভিযোগের প্রেক্ষিতে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা ওই সাংবাদিককে প্রায় ৪৫ মিনিট আটকে রাখে৷ তদন্তে জানা যায়, অভিযোগকারী মূলত ড্রেসড্রেন শহরের একজন পুলিশ সদস্য

স্যাক্সনি রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত সেই পুলিশ কর্মকর্তা ছুটিতে রয়েছেন৷ রাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী রোলান্ড ভ্যোলারকে উদ্ধৃত করে জেডডিএফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যে ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি পুলিশ সদস্য হলেও বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন৷ সমাবেশে তিনি পুলিশ সদস্য নয়, বরং একজন সাধারণ নাগরিক হিসেবে অংশ নিয়েছেন বলেও মন্তব্য করেন ভ্যোলার৷  

তিনি আরো জানান, রাজ্যের ক্রিমিনাল পুলিশ বিভাগ এ বিষয়ে তাদের সিদ্ধান্ত নেবে৷ প্রত্যেক নাগরিকের স্বাধীন মত প্রকাশের অধিকার রয়েছে বলে মন্তব্য করে তিনি তাঁর বিভাগে কর্মরত সকলকে যে-কোনো পরিস্থিতিতে যথাযথ নীতিমালা মেনে চলার আহ্বান জানান৷

পুলিশই পেগিডা সমর্থক!

সাংবাদিককে লাঞ্ছিতত করা ও আটকে রাখার বিষয়টিকে স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত বলে মন্তব্য করেন জেডডিএফ-এর এডিটর-ইন-চিফ পেটার ফ্রে৷ এদিকে জেডডিএফ এর সাংবাদিক আর্ন্ড্ট গিনসেল স্যাক্সনি পুলিশের বিরুদ্ধে ডানপস্থি সংগঠন পেগিডা ও এএফডি-কে সহযোগিতার অভিযোগ করেন৷ এ অভিযোগ আস্বীকার করে  অবশ্য স্যাক্সনি পুলিশ প্রধান দাবি করেন, পুলিশ সদস্যরা তাঁদের দায়িত্ব পালন করে যাচ্ছে৷    

আরআর/এসিবি (ডিপিএ,এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান