1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে শিক্ষার্থীদের খরচ দিনদিন বাড়ছে

২০ অক্টোবর ২০১৬

জার্মানিতে এখনও বিদেশিদের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ফি দিতে হয় না৷ তবে সম্প্রতি একটি রাজ্যের মন্ত্রী তাঁদের উপর বার্ষিক ফি ধার্য করার প্রস্তাব করেছেন৷ তাঁর এই প্রস্তাবের সমালোচনা হচ্ছে৷ আছে পক্ষের মানুষও৷

https://p.dw.com/p/2RSRm
লাইব্রেরীতে ছাত্রী
ছবি: picture-alliance/dpa/J. Kalaene

বাডেন-ভ্যুটেমব্যার্গ রাজ্যের বিজ্ঞান, আর্ট ও গবেষণা বিষয়ক মন্ত্রী টেরেসিয়া বাওয়ার ইউরোপের বাইরে থেকে জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীদের উপর প্রতিবছর তিন হাজার ইউরো ফি ধার্য করার প্রস্তাব করেন৷ কিন্তু তাঁরই কয়েকজন সহকর্মী সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে, তাঁরা এই প্রস্তাবের পক্ষে নেই৷ বাওয়ারের দল গ্রিন পার্টির রাজনীতিবিদ কাই গেরিং, যিনি গ্রিন পার্টির শিক্ষানীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র, তিনি টুইটারে লিখেছেন, ‘‘কারো জন্য ফি নয়!''

তবে বাওয়ার তাঁর প্রস্তাবের পক্ষে বলেন, ‘‘যখন কাউকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, তখন এমন সিদ্ধান্ত আসতে পারে৷ আমাকে আমার মন্ত্রণালয়ের বাজেট ৪৮ মিলিয়ন ইউরো কমাতে বলা হয়েছে৷'' তিনি বলেন, ‘‘নন-ইউরোপীয় শিক্ষার্থীদের মধ্যে যাঁরা দীর্ঘদিন ধরে জার্মানিতে আছেন, তাঁদের এই ফি দিতে হবে না৷''

বাডেন-ভ্যুটেমব্যার্গ রাজ্যে নন-ইউ শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ২৪ হাজার৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের খ্রিষ্টীয় গণতন্ত্রী দল বাওয়ারের প্রস্তাবে উৎসাহ দেখিয়েছে৷ আর গ্রিন পার্টির শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ রাজনীতিবিদ আলেক্সান্ডার সলোমন বলেছেন, বাওয়ারের প্রস্তাব নিয়ে আলোচনা করা যেতে পারে৷ তবে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত স্কলারশিপ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে পারার সুযোগ দেয়ার বিষয়ে খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি৷

জীবনযাপনের খরচ বাড়ছে

জার্মানির শহরগুলোতে শিক্ষার্থীদের জীবনযাপনের ব্যয় দিনদিন বাড়ছে৷ মোসেস মেন্ডেলসন ইনস্টিটিউটের এক জরিপ বলছে, গত বছর বার্লিনে শিক্ষার্থীদের জন্য শেয়ার্ড অ্যাপার্টমেন্টের একটি ঘরের ভাড়া ৪০ ইউরো বেড়েছে৷ আগে যেখানে ভাড়া ছিল ৩৮০ ইউরো, এখন সেটি ৪২০ ইউরো হয়েছে৷

সবমিলিয়ে বার্লিনে গত পাঁচ বছরে বাসস্থানের ভাড়া প্রায় ৩০ শতাংশ বেড়েছে৷ আর মিউনিখের মতো ব্যয়বহুল শহরে একই ভাড়া ২০০ ইউরো পর্যন্ত বেশি হতে পারে৷

প্রতিবেদন: বেন নাইট/জেডএইচ

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান