1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে লোহালক্কড়ের রিসাইক্লিং

২৮ অক্টোবর ২০১৫

সাধারণ জঞ্জাল সাফাইয়ের নানা উপায়ের কথা শোনা যায়৷ কিন্তু লোহালক্কড়ের বিশাল স্তূপ সাফাই করা কি সোজা কথা! জার্মানির ডুইসবুর্গ শহরে এমন জঞ্জাল শুধু দূর করা নয়, তা পুনর্বব্যহারেরও লাভজনক ব্যবসা চলছে৷

https://p.dw.com/p/1GuAP
Ägypten Wirtschaft Fabrikarbeiter
ছবি: Imago/Xinhua

ইউরোপের সবচেয়ে বড় লোহালক্কড়ের স্তূপ পাওয়া যাবে জার্মানির ডুইসবুর্গ শহরের বন্দরে এক দ্বীপের উপর৷ অতীতের ইস্পাত শিল্পের অবশিষ্ট এই জঞ্জালের মূল্য কোটি কোটি ইউরো৷ অদ্ভুত দেখতে এই সব টুকরোর মধ্যে বিশাল বিশাল যন্ত্রও চোখে পড়ে৷

ইস্পাত শিল্পের মানদণ্ড খুবই উঁচু৷ তাই সেরা মানের জঞ্জাল গলানো হয়৷ ডুইসবুর্গ শহরের স্ক্র্যাপ আইল্যান্ডে সব কিছু প্রক্রিয়াকরণের জন্য প্রস্তুত করা হয়৷ পুরনো লোহা থেকে অ্যাসবেস্টাস, প্লাস্টিক ও হেভি মেটাল আলাদা করা হয়৷

পুরনো গাড়ি একটা বড় চ্যালেঞ্জ, কারণ সবার আগে তার মধ্যে থেকে সব রকম তেল বার করে নিতে হয়৷ এয়ারব্যাগ ফাটিয়ে সেটি নিষ্ক্রিয় করে দিতে হয়৷ প্রতিদিন যে ২৫০ গাড়ি আসে, তার মধ্যে শুধু ইস্পাত অবশিষ্ট থাকে৷ যন্ত্র ইস্পাতের পাত মুড়ে দেয়৷ প্রতি মাসে এখানে ৭০,০০০ টন ধাতু উদ্ধার করা হয়৷ ভালো দাম পেতে হলে বিভিন্ন ধাতু ঠিকমতো আলাদা করতে হয়৷ হাতে করেই এই কাজ করতে হয়৷ শ্রমিকরা ভুল অথবা অতিরিক্ত বড় টুকরোগুলি সরিয়ে ফেলেন৷ কখনো তাঁরা নিজেরাই বড় টুকরোগুলি কেটে ছোট করে ফেলেন৷

বেশি বড় আকারের টুকরোর জন্য ডায়নামাইট ব্যবহার করা হয়৷ বড় টুকরোগুলি ব্লাস্টিং পিট-এ চলে যায়৷ সর্বোচ্চ অনুমোদিত ১৫ কিলো ডায়নামাইটেও যদি কাজ না হয়, তখন শ্রমিকদের সামনে আরেকটি পথ খোলা থাকে৷ ১০ মিটার উচ্চতা থেকে শক্ত ইস্পাতের বল পিট-এর উপর ফেলা হয়৷

ব্রিজের অংশ থেকে শুরু করে বাতিল গাড়ি – ডুইসবুর্গের জঞ্জাল বিশেষজ্ঞরা রিসাইক্লিং-এর কঠিন ব্যবসায় এককথায় অত্যন্ত পারদর্শী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য