1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে মসজিদের সংখ্যা কত?

১৩ অক্টোবর ২০১৮

কোনো কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট হিসেব নেই৷ সবাই শুধু একটা ধারণা দিতে পারেন৷ সেই হিসেবে, জার্মানিতে মসজিদের সংখ্যা কমপক্ষে ২,৩৫০ থেকে ২,৭৫০ হতে পারে৷ কিন্তু নির্দিষ্ট সংখ্যা নেই কেন?

https://p.dw.com/p/36N14
ছবি: picture-alliance/AP Photo/M. Meissner

‘ইসলাম ইন ক্রাইসিস' শীর্ষক বইয়ের লেখক মিশায়েল ব্লুমে এই প্রশ্নের একটি সহজ, সাধারণ উত্তর দিয়েছেন৷ ‘‘জার্মান সংবিধান অনুসারে, ধর্মীয় সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে নিবন্ধনের কোনো শর্ত নেই,'' জানান তিনি৷ এই কারণে জার্মানিতে বৌদ্ধদের কতগুলো মন্দির আছে, তারও কোনো নির্দিষ্ট হিসেব জানা নেই বলে মন্তব্য করেন ব্লুমে৷

তিনি বলেন, ‘‘ধারণা করা হয়, মুসলমানদের প্রার্থনার জন্য ২,৬০০ থেকে ২,৭০০টি স্থান আছে৷'' তবে তার মধ্যে খুব অল্প সংখ্যক স্থানকেই ‘মসজিদ বলতে আসলে যা বোঝায়' সেরকম মনে হবে বলেও মন্তব্য করেন তিনি৷

অবশ্য সম্প্রতি জার্মানিতে মসজিদের সংখ্যার একটি ধারণা দিয়েছে জার্মানির ‘সেন্ট্রাল কাউন্সিল অফ মুসলিমস'৷ তাদের হিসেবে জার্মানিতে প্রায় আড়াই হাজার মসজিদ আছে, যার মধ্যে পথচারীরা মাত্র নয়শ'টিকে মসজিদ হিসেবে চিনতে পারবেন৷ কারণ, বাকিগুলো হয় কোনো সমিতির চত্বরে কিংবা পরিত্যক্ত কোনো কারখানায় গড়ে তোলা হয়েছে৷

জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগের একদল গবেষক মসজিদের অর্থায়ন নিয়ে তদন্ত করেছেন৷ তাঁরাও জার্মানিতে মসজিদের নির্দিষ্ট সংখ্যা বলতে পারেননি৷ তবে একটা ধারণা দিয়েছেন৷ ঐ গবেষকদের মতে, জার্মানিতে ‘কমপক্ষে ২,৩৫০ থেকে ২,৭৫০টি মসজিদ সমিতি আছে'৷

তুরস্ক, সৌদি আরবসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশের অর্থায়নে মসজিদগুলো পরিচালিত হয়ে থাকে৷

ক্রিস্টোফ স্ট্রাক/জেডএইচ