1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ফুটবল অ্যাকাডেমি

২৪ মার্চ ২০১৪

জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবি ২০১৮ সালের মধ্যে ফ্রাংকফুর্ট আম মাইন শহরে এক বহুমুখী অ্যাকাডেমি গড়ে তুলতে চলেছে৷ সদর দপ্তর ছাড়াও সেখানে অনুশীলন কেন্দ্র সহ অনেক সুবিধা থাকবে৷

https://p.dw.com/p/1BUG3
ছবি: picture-alliance/dpa

বিশ্বের সবচেয়ে বড় জাতীয় ক্রীড়া সংগঠন ডিএফবি৷ সদস্যসংখ্যা প্রায় ৬৮ হাজার৷ পরিকল্পিত অ্যাকাডেমির মাধ্যমে কর্মকর্তা, খেলোয়াড় সহ সংশ্লিষ্ট সবাই একই ছাদের নীচে নিজেদের কাজ করার সুযোগ পাবেন৷ ডিএফবি সভাপতি ভল্ফগাং নিয়ার্সবাখ বলেন, গোটা বিশ্বে এমন ক্রীড়াকেন্দ্র নেই৷ শুধু অ্যাকাডেমিরই ব্যয়ভার ধরা হয়েছে ৫ কোটি ইউরো৷ ডিএফবি-র বর্তমান সদর দপ্তর সেখানে স্থানান্তরিত করার ব্যয় দাঁড়াবে আরও এক কোটি ইউরো৷ ডিএফবি তার সঞ্চয়ের অর্থ দিয়েই এই প্রকল্প বাস্তবায়িত করতে চায়৷ বাজার থেকে আর ঋণ নেওয়ার প্রয়োজন হবে না বলে তারা জানিয়েছে৷

Wolfgang Niersbach Fußball WM Qualifikation Deutschland - Österreich
ডিএফবি সভাপতি ভল্ফগাং নিয়ার্সবাখছবি: picture-alliance/dpa

প্রায় ৩২ হেক্টর বিশাল এই ক্যাম্পাসে কী না থাকবে! বেশ কয়েকটি ফুটবল মাঠ তো বটেই, থাকবে বিশাল জিম এবং রিহ্যাব কেন্দ্র, যেখানে আহত খেলোয়াড়দের আবার চাঙ্গা করে তোলা হবে৷ থাকবে জগিং ট্র্যাক, সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার৷ কোচ ও রেফারি সহ কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে৷ জাতীয় দলগুলি এই কেন্দ্র ব্যবহারের সুযোগ পাবে৷

এমন এক চমকপ্রদ ফুটবল কেন্দ্র পেতে চেয়েছিল জার্মানির আরও অনেক শহর৷ কিন্তু ডিএফবি-র সদর দপ্তর ফ্রাংকফুর্ট শহর কর্তৃপক্ষ এই প্রকল্পের জন্য যে সহায়তা করছে, বাকি শহরগুলির পক্ষে তার সঙ্গে তাল মেলানো সম্ভব হয়নি৷ বরং কোলোন সহ অন্যান্য শহরে ছড়িয়ে থাকা ফুটবলের অনেক সংস্থা এবার নতুন ক্যাম্পাসে চলে আসবে৷

জাতীয় ফুটবলের এমন কেন্দ্রীয় কার্যালয় অবশ্য ইংল্যান্ড ও ফ্রান্সেও রয়েছে৷ তবে জার্মানির ডিএফবি বিশাল মাত্রায় যে পরিকল্পনা হাতে নিয়েছে, এমনটা অন্য কোনো দেশে কখনো করা হয় নি৷ জার্মানির জাতীয় ফুটবল টিমের কোচ ইওয়াখিম ল্যোভ বলেন, তিনি ইংল্যান্ড ও ফ্রান্সের খেলোয়াড় ও কর্মকর্তাদের কাছে এমন কেন্দ্রীয় অ্যাকাডেমির সুবিধার কথা অনেক শুনেছেন৷

এসবি /ডিজি (এসআইডি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য