1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ট্রেন নাশকতার মামলায় ইরাকির যাবজ্জীবন কারাদণ্ড

৬ ডিসেম্বর ২০২০

তিনটি জার্মান হাই-স্পিড যাত্রীবাহী ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টায় এক ইরাকিকে গত বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভিয়েনার একটি আদালত৷ দণ্ডিত ব্যক্তি আইএস সমর্থক বলে অভিযোগ রয়েছে৷

https://p.dw.com/p/3mHkF
Deutsche Bahn | ICE
ছবি: Getty Images/AFP/J. Macdougall

৪৪ বছর বয়সি অভিযুক্ত ইরাকি ব্যক্তি ২০১৮ সালে জার্মানিতে দ্রুতগতির যাত্রীবাহী ট্রেন চলাচলের সময় লাইনচ্যুত করার চেষ্টা করেন৷

২০১৩ সালে তিনি ইরাক থেকে তার স্ত্রী ও চার সন্তানসহ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শরণার্থী হিসেবে বসবাস করেন৷ অস্ট্রিয়ার বার্তা সংস্থা এপিএ ও ব্রডকাস্টার ওআরএফ জানিয়েছে, আট সদস্যের একটি জুরি বোর্ড নিশ্চিত যে ইরাকি ব্যক্তিটি জঙ্গিগোষ্ঠি আইএস-এর সমর্থক৷ তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন৷ তবে তার অস্বীকার ভিয়েনার আদালত প্রত্যাখান করে৷ তার ৩৩ বছর বয়সি স্ত্রীকেও আইএস গোষ্ঠির সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়৷ তিনিও বিষয়টি অস্বীকার করেছেন৷

দোষী সাব্যস্ত ইরাকির বিরুদ্ধে একাধিক হত্যা চেষ্টা, বড় অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগ আনা হয়েছে৷ ২০১৮ সালের ডিসেম্বর মাসে বার্লিনে ট্রেন নাশকতার আগে ভিয়েনায় অন্য অপরাধমুলক কাজে জড়িত থাকায় পুলিশ তাকে খুঁজে বের করে৷

২০১৮ সালের জানুয়ারি, আগস্ট ও অক্টোবর মাসে জার্মানির দক্ষিণে অ্যালার্সব্যার্গে যাওয়ার সময় ট্রেনে দুইবার ইসলাম বিষয়ক জিনিসপত্র রেখে যায়৷ তাছাড়া বিভিন্ন ধাতব পদার্থের সাহায্যে দ্রুতগতির আইসিই যাত্রীবাহী ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা করে সে ব্যর্থ হয়৷

তবে ২০১৮ সালের অক্টোবর মাসে তার তৃতীয়বারের চেষ্টায় ঘন্টায় ২০৪ কিলোমিটার বেগে চলা ১৬০জন যাত্রীবাহী একটি হাই স্পিড ট্ট্রেনের ফ্লাশ লাইটসহ কিছু ক্ষতি হয়৷

এনএস/এসিবি (ডিপিএ, এএফপি)

গত জুলাই মাসের ছবিঘরটি দেখুন:

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য