1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জারাৎসিন এর বিতর্কিত বই বেস্টসেলার তালিকার শীর্ষে

৩ জানুয়ারি ২০১১

জার্মানির ফেডারেল ব্যাংকের সাবেক কর্মকর্তা থিলো জারাৎসিন’এর বিতর্কিত বই ‘‘ডয়েচলান্ড শাফ্ট জিশ আব’’ - জার্মানি ইজ ডুয়িং অ্যাওয়ে উইথ ইটসেল্ফ - দুই হাজার দশ সালের বেস্টসেলার তালিকার শীর্ষে রয়েছে৷

https://p.dw.com/p/zskS
থিলো জারাৎসিনছবি: dapd

বইটিতে জারাত্সিন বিশেষ করে তুর্কি ও আরব অভিবাসীদের কারণে জার্মানির ভবিষ্যত আশপ্রদ নয় বলে মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছেন৷ সংবাদ সময়িকী ডেয়ার স্পিগেল বেস্টসেলার বই'এর এই তালিকা প্রকাশ করেছে৷

ফিকশন বহির্ভূত বেস্টসেলার বই এর তালিকার এক নম্বরে রয়েছে জারাৎসিন'এর লেখা বইটি৷ এটি প্রকাশিত হয়েছে গত আগস্টের শেষের দিকে৷ লেখক জারাৎসিন তাতে দাবি করেছেন, জার্মানদের নিম্ন জন্ম হার এবং অভিবাসন ও সমাজ কল্যাণ নীতি জার্মানিকে দুঃস্বপ্নের দিকে ধাবিত করছে৷ বলাই বাহুল্য, জারাৎসিন'এর এইসব মন্তব্য সংবাদ শিরোনামে স্থান পায়৷ তাঁর পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক শুরু হয়ে যায় সারা দেশে৷

Berlin Demonstration Sarrazin
জারাৎসিনের মন্তব্য বিক্ষুব্ধ করে অভিবাসীদেরছবি: AP

জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল জারাৎসিন'এর তীব্র নিন্দা জানান৷ বইটি প্রকাশিত হওয়ার পর তার ওপর মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, তাঁর শব্দ ব্যবহার, প্রকাশভঙ্গী এবং বিশেষ সম্প্রদায় সম্পর্কে বাঁধাধরা বিশ্বাস, তীব্র বিরাগ - কিছুতেই গ্রহণ করা যায় না এবং এগুলো সমস্যার কোন সমাধানও এনে দেবে না৷

কিন্তু প্রকাশ্য সমালোচনা ও ছুটির মৌসুম সত্ত্বেও বইটির বিক্রিতে ভাটা পড়ে নি৷ বইটি ডেয়ার স্পিগেল সাময়িকীর সাপ্তাহিক বেস্টসেলার তালিকার শীর্ষে রয়েছে বর্তমানে এবং জার্মান প্রকাশকদের সংগঠনের একজন প্রতিনিধি সাময়িকী ফোকুস'কে বলেন, আমরা বর্তমানে প্রতিদিন বইটি বিক্রি করছি আনুমানিক দশ হাজার৷ আর এ পর্যন্ত মোট প্রায় তেরো লাখ বই বিক্রি হয়েছে৷

বিতর্কিত বইটি জারাৎসিনকে লক্ষপতি করেছে৷ অন্যদিকে আবার সাবেক এই রাজনীতিক ও ব্যাংক কর্মকর্তার ওপর নেতিবাচক প্রতিক্রিয়াও ফেলেছে৷ বিতর্কিত বইটি লেখার জন্যই জারাৎসিন জার্মানির ফেডারেল ব্যাংকের কার্যনির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন৷ তিনি বলেন, এটা আমার জন্য সহজ ছিল না৷

সম্প্রতি বইটিতে অবশ্য কিছু সংশোধন আনা হয়েছে৷ বইটিতে জারাৎসিন মধ্যপ্রাচ্য থেকে আসা অভিবাসীদের জিনগত দিক থেকে ‘মাইনাস' বলে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন তা সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেয়া হয়েছে৷ এ ছাড়া বইটিতে আরো কিছু সংশোধন স্থান পেয়েছে৷

প্রতিবেদন: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক