1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানের খাবারে তেজস্ক্রিয়তা, ইবারাকিতে ভূমিকম্প

১৯ মার্চ ২০১১

১৯২৩ সালের পর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির ফলে ঘোর সংকটে জাপান৷ ইবারাকিতে নতুন করে ভূমিকম্প৷ দুধ, শাক এবং পানিতে তেজস্ক্রিয়তা শনাক্ত৷ তবে পরমাণু চুল্লিতে বিদ্যুৎ সংযোগ স্থাপনে সাফল্য এসেছে শনিবার৷

https://p.dw.com/p/10cdG
পানি ছিটিয়ে চুল্লি ঠান্ডা করার চেষ্টাছবি: AP

আট দিন আগের ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির আবর্জনায় এখনও চলছে প্রাণের খোঁজ৷ স্বজন হারানো মানুষ এখনও অসংখ্য লাশের মাঝে খুঁজে ফিরছে তাদের প্রিয় মুখ৷ অনেকেই আশায় বুক বেঁধে দিন গুনছেন স্বজনদের উদ্ধার কিংবা খোঁজ পাওয়ার৷ তবে বিশ্ববাসীকে কাঁদিয়ে এখনও হতাশার ছবি প্রকাশ করছে উদ্ধারকারী দল৷ বেড়ে চলেছে নিহত ও নিখোঁজ মানুষের সংখ্যা৷ শনিবার জাপানের পুলিশ দপ্তর জানিয়েছে, মৃতের সংখ্যা ৭,৩০০ এবং নিখোঁজ ১১ হাজারেরও বেশি৷

যারা বেঁচে আছে তাদেরও অবস্থা শোচনীয়৷ প্রচণ্ড শীত এবং খাবার ও পানীয় সংকটে কোনরকমে দিন কাটাচ্ছে তারা৷ তার সাথে যোগ হলো দুধ, শাক এবং ট্যাপের পানিতে তেজস্ক্রিয়তার ছোবল৷ ফুকুশিমা পরমাণু স্থাপনার একাধিক চুল্লিতে বিস্ফোরণের পর তেজস্ক্রিয়তার আশঙ্কায় উদ্বিগ্ন সরকার এবং সাধারণ মানুষ৷ সেই আশঙ্কা আরো বেড়ে গেল শনিবার দুধ এবং শাকে এর অস্তিত্ব ধরা পড়ায়৷ তেজস্ক্রিয়তার আশঙ্কায় সাধারণ মানুষকে ফুকুশিমা পরমাণু কেন্দ্র থেকে ৩০ কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হলেও শনিবার সেই বিপদসীমার বাইরের অঞ্চলের খাবারে তেজস্ক্রিয়তা ধরা পড়ল৷

সরকারি মুখপাত্র ইয়ুকিও এদানো এই তেজস্ক্রিয়তার কথা স্বীকার করলেও জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন৷ তিনি জানান, কেউ বছরে একবার এই দুধ পান করলে দেহে যতটুকু তেজস্ক্রিয়তা প্রবেশ করবে তা হাসপাতালে একবার সিটি স্ক্যান করলে দেহে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তার মাত্রার সমান৷ তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই৷ তবে কিছুক্ষণ আগে রাজধানী টোকিও'র ট্যাপের পানিতেও তেজস্ক্রিয়তার অস্তিত্ব পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷

এদিকে, ইবারাকি জেলায় নতুন করে ভূমিকম্প হয়েছে আজ৷ জাপানের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১৷ এতে রাজধানী টোকিওতেও ভূকম্পন অনুভূত হয়েছে৷ তবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি৷

অবশ্য কিছুটা আশার খবর দিয়েছেন ফুকুশিমা পরমাণু স্থাপনায় কর্মরত কর্মীরা৷ তাঁরা বলছেন যে, ফুকুশিমার একটি চুল্লির সাথে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে৷ ফলে নতুন করে কোন বিপদ না ঘটলে ছয়টি চুল্লির চারটিতে শীঘ্রই বিদ্যুৎ সরবরাহ চালু করতে পারবে৷ আর এর মাধ্যমে আবারও শীতলীকরণ প্রক্রিয়া চালু করতে পারলে তেজস্ক্রিয়তার মাত্রা নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক