1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় দলের পর চেলসি থেকেও বালাক’এর বিদায়

৯ জুন ২০১০

চোট পাওয়ায় এবারের বিশ্বকাপ খেলতে পারছেন না জার্মান অধিনায়ক মিশায়েল বালাক৷ তবে নতুন খবর হল, ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিও ছাড়তে হচ্ছে তাঁকে৷

https://p.dw.com/p/Nltd
চেলসির জার্সি গায়ে মিশায়েল বালাকছবি: picture alliance / ZUMA Press

চলতি মাসের শেষেই চেলসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে জার্মান অধিনায়ক মিশায়েল বালাক'এর৷ তবে সেই চুক্তি আর নবায়ন করতে চাইছে না কার্লো আনচেলোত্তির দল৷ বুধবার বালাক'এর ম্যানেজার মিশায়েল বেকার জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় চেলসি ছাড়ছেন বালাক৷

সংবাদ মাধ্যমগুলোর খবর থেকে জানা গেছে, বালাক চেয়েছিলেন দুই বছরের জন্য চুক্তি করতে, কিন্তু চেলসির আগ্রহ মাত্র এক বছরের জন্য৷ উল্লেখ্য, ২০০৬ সালে বায়ার্ন মিউনিখ থেকে কোন ট্রান্সফার ফি ছাড়াই চেলসিতে যোগ দেন বালাক৷ গত মাসে এফএ কাপের ফাইনালে পায়ে আঘাত পান তিনি৷ এই ইনজুরির কারণে এবারের বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি৷

Fußball Champions League Halbfinale Liverpool gegen Chelsea
চেলসির জো কোলছবি: AP

তবে জার্মান অধিনায়ককে পেতে ইতিমধ্যে বেশ কিছু ক্লাব আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে৷ এর মধ্যে স্পেনের রেয়াল মাদ্রিদ'এর নাম শোনা যাচ্ছে৷ আরও শোনা যাচ্ছে, বুন্ডেসলিগার দল শালকে এবং ভ্যারডার ব্রেমেনও নাকি বালাক'কে পেতে আগ্রহী৷ ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, দুবাইয়ের একটি ক্লাবও যোগাযোগ করেছে জার্মান দলের প্রাক্তন অধিনায়কের সঙ্গে৷

এদিকে কেবল মিশায়েল বালাক নন, ইংলিশ মিডফিল্ডার জো কোল'কেও ছাড়তে হচ্ছে চেলসি৷ বালাক'এর মত তাঁরও এই মাসের শেষে চুক্তি শেষ হচ্ছে৷ ছয় বছর আগে ২০০৩ সালে ওয়েস্টহ্যাম ছেড়ে চেলসিতে এসেছিলেন কোল৷ গত বছর হাঁটুর ইনজুরিতে পড়ার পর নিজেকে ফিরে পেতে ঘাম ঝরাতে হচ্ছে এই মিডফিল্ডারকে৷ তবে জাতীয় দলের কোচ ফাবিও কাপেলো তাঁর ওপর ঠিকই ভরসা রেখেছেন, তাই বিশ্বকাপে ইংলিশ দলের সঙ্গেই রয়েছেন জো কোল৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন