1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিসংঘ পদে জার্মান অধ্যাপক

২২ জুন ২০১০

ধর্মীয় স্বাধীনতাবিষয়ক জাতিসংঘের স্পেশাল ব়্যাপোটিয়ার মনোনীত হয়েছেন জার্মান অধ্যাপক হাইনার বিলেফেল্ট৷ আগামী আগস্ট মাসেই কাজে যোগ দেবেন তিনি৷

https://p.dw.com/p/O0B2
ধর্মীয় স্বাধীনতাবিষয়ক জাতিসংঘের স্পেশাল ব়্যাপোটিয়ার অধ্যাপক হাইনার বিলেফেল্টছবি: Heiner Bielefeldt

জাতিসংঘের এই পদটির জন্য মালয়েশিয়ার আম্বিগা শ্রীনিবাসনের নাম ভাবা হচ্ছিলো৷ কিন্তু ইসলাম নিয়ে তাঁর বিতর্কিত বক্তব্যের কারণে কয়েকটি মুসলিম দেশ থেকে আপত্তি আসে৷ এরপরই ৫২ বছর বয়সি জার্মান অধ্যাপকের নাম চূড়ান্ত করা হয়৷

বিলেফেল্ট পাকিস্তানের মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীরের স্থলাভিষিক্ত হচ্ছেন৷ আর নতুন এ দায়িত্ব পালন যে বেশ কঠিন হবে, তা ভালোভাবেই বুঝতে পারছেন তিনি৷ বিলেফেল্ট বলছেন, আসমা জাহাঙ্গীর তাঁর জন্য একজোড়া বড়সড় জুতো রেখে গেছেন, তার কাজ হবে তা ভর্তি করা৷ এ প্রসঙ্গে হজরত মুহাম্মদের কার্টুন নিয়ে বিতর্কের বিষয়টি তুলে ধরেন বিলেফেল্ট৷ তিনি বলেন, আসমা ধর্মীয় স্বাধীনতা বিষয়ক নীতি নিয়েই প্রশ্ন তুলেছিলেন৷

বিলেফেল্টের মতো স্পেশাল ব়্যাপোটিয়ার্সের কাজ হলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের আওতায় বিশ্বের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সমস্যা সমাধানের জন্য সুপারিশ তৈরি করা৷ তাদের নিয়োগ দেন জাতিসংঘ মহাসচিব৷ বর্তমানে এ ধরনের স্পেশাল ব়্যাপোটিয়ার রয়েছেন ৪০ জন৷ ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কাজ করেন তারা৷

বিশ্বের কোনো ব্যক্তি কোন ধর্ম পালন করবে, সেটা তার অধিকার৷ যদিও প্রতিনিয়ত ক্ষুন্ন হচ্ছে তা৷ আর এ বিষয়গুলোই দেখভাল করবেন বিলেফেল্ট৷ তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা ক্ষুন্নের মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে অহরহ৷ সংখ্যালঘু গোষ্ঠী নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছে৷ অনেকটা সরকারগুলোর ঔদাসীন্য বা প্ররোচনায়ই তা ঘটছে৷

নিজের কাজের ক্ষেত্রে ইরানের সমস্যা মোকাবেলাকে চ্যালেঞ্জ মনে করছেন বিলেফেল্ট৷ কারণ দেশটিতে ধর্মীয় পরিচয়ই রাষ্ট্রের নাগরিকদের মূল পরিচয়৷ আবার ইউরোপে খ্রিষ্টান মূল্যবোধ চালুর একটি প্রবণতাও ধর্মীয় স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক বলে মানছেন তিনি৷ ইউরোপে মুসলিমদের স্থান করে নেওয়া নিয়ে বেশ কিছু লেখালেখি আছে দর্শনের অধ্যাপক বিলেফেল্টের৷ কার্টুন নিয়ে বিতর্কের সময় তাঁর বক্তব্য ছিলো, কারো এমন কিছু করা ঠিক হবে না, যা একটি সম্প্রদায় হিসেবে মুসলিমদের আহত করে৷

বিলেফেল্ট পড়াশোনা করেছেন হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে৷ এখন অধ্যাপনা করছেন এয়ারলাঙ্গেন-ন্যুরেমবার্গ বিশ্ববিদ্যালয়ে৷ জার্মানির ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটসের প্রথম পরিচালকও ছিলেন তিনি৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক