1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আবার আসরে অ্যামেরিকা

২৫ জানুয়ারি ২০২১

সোমবার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখছেন বাইডেন প্রশাসনের বিশেষ দূত৷ বাংলাদেশসহ একাধিক দেশকে নিয়ে এ ক্ষেত্রে একটি জোট গড়ছে ব্রিটেন৷

https://p.dw.com/p/3oMhO
Wilmington Joe Biden | Vorstellung klimapolitische Konzept
ছবি: Joshua Roberts/Getty Images/AFP

হোয়াইট হাউসে পালাবদলের মাত্র এক সপ্তাহের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রশ্নে ঘুরে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ প্যারিস চু্ক্তিতে আবার যোগ দেবার পাশাপাশি আরো নতুন উদ্যোগে শামিল হতে প্রস্তুত বাইডেন প্রশাসন৷ প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অ্যামেরিকার এই নতুন ভূমিকার নেতৃত্ব দিচ্ছেন৷ সোমবার তিনি বিশ্বের রাজনীতি ও ব্যবসা-বাণিজ্য জগতের ২০ জনেরও বেশি শীর্ষ নেতার সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন৷ নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে ক্লাইমেট অ্যাডাপটেশন সামিটে জলবায়ু পরিবর্তন সম্পর্কে নতুন মার্কিন প্রশাসনের ভূমিকা তুলে ধরবেন তিনি৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, চীনের উপ প্রধানমন্ত্রী হান জেং-সহ একাধিক নেতা এই জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখবেন৷ তবে বর্তমান করোনা সংকটের কারণে অনলাইন পদ্ধতিতে ২৪ ঘণ্টার এই সম্মেলন আয়োজিত হচ্ছে৷

তাত্ত্বিক আলোচনার বদলে সেখানে জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব মোকাবিলার বাস্তবসম্মত প্রস্তুতি মূল লক্ষ্য৷ ২০৩০ সালের মধ্যে এই সব পদক্ষেপ রূপায়নের লক্ষ্যমাত্রা স্থির করা হবে৷ সম্মেলনের শেষে খরা, বন্যা, উচ্চ তাপমাত্রা, সমুদ্রস্তরের বেড়ে চলা উচ্চতার মতো সমস্যা সামলাতে নির্দিষ্ট পরিকল্পনা অনুমোদন করতে চায় নেদারল্যান্ডসের সরকার৷ এমন বিপর্যয়ের ফলে খাদ্য সংকটের মতো সমস্যা সামলানোর উদ্যোগও সম্মেলনে গুরুত্ব পাচ্ছে৷ সেই ‘অ্যাডাপ্টেশন অ্যাকশন অ্যাজেন্ডা' বিশ্বের বিভিন্ন দেশের কাজে লাগবে বলে আশা করা হচ্ছে৷

জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন এই সম্মেলনের প্রস্তুতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন৷ গত সপ্তাহে তিনি সাংবাদিকদের বলেন, এখনো পর্যন্ত মানুষ জলবায়ু পরিবর্তনের পরিণতির সঙ্গে মানিয়ে নিতে যথেষ্ট উদ্যোগ নেয় নি৷ ২০২১ সালে বিশ্বনেতারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একাধিক মাইলফলক সম্পর্কে সিদ্ধান্ত নিতে চলেছেন৷ গোটা বিশ্বের প্রায় ৩,০০০ বিজ্ঞানী বৈশ্বিক উষ্ণায়নের কুপ্রভাব সামলাতে বিশ্বনেতাদের প্রতি সুরক্ষামূলক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন৷

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেন, তাঁর দেশের প্রায় এক-তৃতীয়াংশ সমুদ্রপৃষ্ঠের নীচে অবস্থিত৷ কয়েক শতাব্দীর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাঁর দেশ বাকিদের পানি দূরে রাখার উদ্যোগে সহায়তা করতে পারে৷

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বাংলাদেশ, মিশর, মালাউই, নেদারল্যান্ডস, সেন্ট লুসিয়া ও জাতিসংঘকে নিয়ে এক অ্যাডাপটেশন অ্যাকশন কোয়ালিশন ঘোষণা করতে চলেছেন৷ তাঁর দফতর এই উদ্যোগ সম্পর্কে জানিয়ে বলেছে, যে এর মাধ্যমে সেই সব এলাকার সমাজকে সহায়তা করা হবে, যেগুলি জলবায়ু পরিবর্তনের সরাসরি হুমকির মুখে পড়েছে৷ নতুন এই গোষ্ঠী জাতিসংঘের ডাকে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গীকারগুলিকে কার্যক্ষেত্রে রূপায়ন করতে সহায়তা করবে৷

এসবি/এসিবি (ডিপিএ, এএফপি, রয়টার্স)