1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত ছাড়িয়ে যাবে চীনকে

১৮ জুন ২০১৩

জনসংখ্যা না বাড়লেও সমস্যা৷ এমন দেশের দুর্ভাবনা তবু কম৷ তবে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোতে জনসংখ্যা যে হারে বাড়ছে, তাতে সমস্যা অনেক বেশি৷ জাতিসংঘের প্রতিবেদন বলছে ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা হবে ৯৬০ কোটি!

https://p.dw.com/p/18rEp
ছবি: picture-alliance/dpa

আইসল্যান্ড ছাড়া ইউরোপের বাকি সব দেশ আর এশিয়ার ১৯, অ্যামেরিকা মহাদেশের ১৭, আফ্রিকার ২ এবং ওশেনিয়ার ১টি দেশের অবশ্য এ নিয়ে কোনো চিন্তা নেই৷ এই দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার এত কম যে তারা বরং বেশি করে মানবশিশু জন্ম নিলেই বর্তে যায়৷ মুশকিল বেশি এশিয়া আর আফ্রিকার বাকি দেশগুলোর জন্য৷ এসব দেশের কারণেই মূলত ৭২০ কোটি মানুষের এই বিশ্বে ২০২৫ সালেই জনসংখ্যা হবে ৯৬০ কোটি৷

২০২৮ সালের মধ্যে সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে যেতে পারে ভারত৷ ওই সময়ের মধ্যে ভারত হয়ে যেতে পারে ১৪৫ কোটি মানুষের দেশ৷ অন্যদিকে কঠোর জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতির কারণে চীনে বৃদ্ধির হার কিছুটা কমবে বলে প্রতিযোগিতায় অনেক জায়গায় এগোলেও এখানে পিছিয়ে পড়তে পারে, এগিয়ে যেতে পারে ভারত৷ বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশের জন্য আশার কথা, ১৬০ কোটি হবার পর সেখানে জনসংখ্যা নাকি আবার কিছুটা কমতে কমতে ২১০০ সাল নাগাদ ১৫০ কোটিতে নেমে আসবে৷ চীনে কমবে আরো দ্রুত হারে৷ বৃহস্পতিবার জাতিসংঘের প্রকাশ করা বিশ্বের জনসংখ্যা তথ্যানুসন্ধান বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এক সন্তান নীতি অবলম্বন করে জনসংখ্যা বৃদ্ধি রোধে মরিয়া এ দেশটিতে ২০৩০ সালের পর থেকে কিছুটা অস্বাভাবিক হারে কমবে এবং তার ফলে ২১০০ সালে এই চীনেরই জনসংখ্যা হবে ১১০ কোটি!

তাই বলে বিশ্বের জনসংখ্যা কমবে না৷ বিশেষ করে এশিয়া এবং আফ্রিকার কিছু দেশের অবদানে ২১০০ সালে নাকি বিশ্বের জনসংখ্যা হবে ১০৯০ কোটি!

এসিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য