1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Bangladesh, জনসংখ্যা, দারিদ্র্য, ঢাকা, Dhaka

১১ জুলাই ২০১০

কিশোরগঞ্জের জোবেদা খাতুন ৬০ বছর বয়সে তার প্রিয় ভিটেমাটি ছেড়ে শহরে আসতে বাধ্য হয়েছে৷ অভাব আর দারিদ্র্য তাকে টেনে এনেছে রাজধানীতে৷ কিন্তু এখানে এসেও তার স্বপ্ন ভঙ্গ হয়েছে৷ দারিদ্র্য সঙ্গ ছাড়েনি৷

https://p.dw.com/p/OGOr
Bangladesh, জনসংখ্যা, দারিদ্র্য, ঢাকা, Dhaka
ফাইল ছবিছবি: AP

ঢাকার বস্তিতে প্রতিদিনই মানুষ বাড়ছে৷ যোগ হচ্ছে নতুন মুখ৷ আর চাপ বাড়ছে নগরীতে৷ নদী ভাঙ্গন, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজের খোঁজে মানুষ শহরমুখী হচ্ছে৷

জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে ১.৫ ভাগ সেখানে গ্রাম থেকে শহরে আসা মানুষের সংখ্যা বাড়ছে ৪ ভাগ হারে৷ আর ঢাকায় এই হার আরো বেশী ৬ ভাগ৷

তবে দারিদ্র্যই একমাত্র কারণ নয়৷ জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কর্মকর্তা ডা. হাসিনা বেগম জানান, উন্নত জীবনসহ নানা নাগরিক সুযোগ-সুবিধার জন্যও শহরে আসে মানুষ৷ তিনি জানান, এক গবেষণায় দেখা গেছে, বিভিন্ন চাকরিতে যাদের ঢাকার বাইরে নিয়োগ দেয়া হয় তাদের ৪০ ভাগই গ্রামে যাননা৷

২০৫০ সালে দেশের মোট জনসংখ্যা হবে ২৫ কোটি৷ আর তখন ঢাকায় বাস করবেন ৪ কোটি লোক৷ এখন মোট জনসংখ্যার ৩০ ভাগ শহরে বাস করেন৷ এই অবস্থা চলতে থাকলে ২০৫০ সালে দেশের মোট জনসংখ্যার অর্ধেক মানুষ শহরে বাস করবে৷ কিন্তু এই পরিস্থিতি মোকাবিলায় নেই কোন পরিকল্পনা ও প্রস্তুতি৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ কে এম নুর-উন-নবী জানান, জনসংখ্যার চাপে নগর দরিদ্র্য, সামাজিক অস্থিরতা এবং রাজনৈক সংঘাত বাড়বে৷

প্রতিদিন দেশে ৭ হাজার নতুন মুখ যোগ হচ্ছে৷ নতুনদের জায়গা করে দেয়ার পাশাপাশি গ্রাম ছেড়ে শহরে আসা মানুষের চাপ সইতে এখনি প্রস্তুতি না নিলে অপেক্ষা করছে মহাবিপর্যয়, বলেন বিশ্লেষকরা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার