1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ছাড়' দিয়ে বিপাকে!

৯ এপ্রিল ২০১৮

প্রসাধনী বিক্রেতা ভিক্টোরিয়া'স সিক্রেটের একটি স্টোরে দেয়া হলো ছাড়৷ আর যায় কোথায়, হুমড়ি খেয়ে পড়লেন ক্রেতারা৷ মোটামুটি যুদ্ধ লেগে গেল৷

https://p.dw.com/p/2vhHo
Wort der Woche | Das Lippenbekenntnis
ছবি: Colourbox

ছাড় কে না ভালোবাসে৷ কোনো দোকানে ছাড় দেখলেই ভিড় করেন সেখানে৷ তাই বলে এভাবে! ঘটনাটি ঘটেছে মালয়শিয়ার কোটা কিনাবালুতে৷

বিখ্যাত প্রসাধন বিক্রেতা ব্র্যান্ড ভিক্টোরিয়া'স সিক্রেটের একটি স্টোর নারীদের একটি পারফিউমে ৬৩ ভাগ ছাড়ের ঘোষণা দেয়৷ ব্যস, আর যায় কোথায়৷ দোকান খোলার আগেই লাইন পড়ে যায় বাইরে৷

দোকান খোলার পর মোটামুটি এক ‘গৃহযুদ্ধ' শুরু! নারী ক্রেতাদের চিৎকার, ধাক্কাধাক্কিতে দোকান প্রায় লণ্ডভণ্ড অবস্থা৷

এ সংক্রান্ত দু'টি ভিডিও ফেসবুক ও টুইটারে ভাইরাল হয়ে যায়৷ সেগুলোতে দেখা যায়, ধাক্কাধাক্কিতে দোকানে ঢোকার দরজাই ভেঙ্গে গেছে৷

দোকানের বিক্রয়কর্মীরা রীতিমত হিমশিম খাচ্ছেন৷

স্থানীয় পত্রিকা জানিয়েছে, এই যুদ্ধের কারণ ভিক্টোরিয়া'স সিক্রেটের ছাড় ঘোষণার একটি ইমেল৷ সেই ইমেলে ৩১ মার্চ ও ১ এপ্রিলে তাদের একটি পারফিউমে ৬৩ ভাগ ছাড়ের ঘোষণা দেয়া হয়৷

সে যাই হোক, ঘটনা যখন চরমে তখন বাধ্য হয়ে স্টোর বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ৷

জেডএ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য