1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছাত্রী উত্ত্যক্তের ঘটনা জানাতে বিশেষ নাম্বার

৬ মে ২০১০

রাজধানীতে হত্যা করে লাশ ফেলে রাখার ঘটনা বাড়ছে, অন্যদিকে চট্টগ্রামে তরুণীদের উত্ত্যক্ত করার দায়ে আটক সাত৷ রয়েছে যুদ্ধাপরাধ ট্রাইবুনালের প্রধান তদন্ত কর্মকর্তার পদত্যাগের খবর৷ এদিকে বিরোধী নেত্রী বলছেন হরতালের কথা৷

https://p.dw.com/p/NFK5
ফাইল ফটোছবি: picture alliance / landov

৩০৫ খুন

বৃহস্পতিবারের সংবাদপত্রগুলো একইধরণের বিষয় নিয়ে কথা বলছে না৷ বরং দৈনিক প্রথম আলো আজকেও প্রধান শিরোনাম করেছে পুলিশের নানা সমস্যা নিয়ে৷ তবে, প্রথম আলো আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে৷ শিরোনাম ‘হত্যা করে লাশ ফেলে রাখার ঘটনা বেড়েছে'৷ পত্রিকাটির দাবি, ২০০৯ সালের এপ্রিল থেকে গত মার্চ পর্যন্ত ঢাকা শহরে ৩০৫ জন খুন হয়েছে৷ এদের মধ্যে ১৪১ জনের খুনি এখনো পুলিশের কাছে ‘অজ্ঞাত'৷ মানে, হত্যার পর লাশের পরিচয় পাওয়া গেলেও খুনিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে৷

এছাড়া দৈনিক কালের কন্ঠ এবং দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে আব্দুল মতিন এর পদত্যাগ৷ বিতর্ক এড়াতে বুধবার স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মতিন৷

তরুণী উত্ত্যক্ত

বুধবার বাংলাদেশের একটি পত্রিকায় নজর বোলাতে গিয়ে এক পাতাতেই তরুণী উত্ত্যক্তের বেশ কয়েকটি খবর চোখে পড়ে৷ যা পরিস্কারভাবে পরিস্থিতির ভয়াবহতাকেই ফুটিয়ে তুলছে৷ বৃহস্পতিবার বিডিনিউজটোয়েন্টিফোর ডট কম দিয়েছে আরেক খবর৷ শিরোনাম ‘ছাত্রী উত্ত্যক্তের ঘটনা দ্রুত জানার ব্যবস্থা সিএমপির'৷ চট্টগ্রামে বুধবার ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় আটক করা হয় সাত বখাটেকে৷ এরপর সেখানকার পুলিশ কয়েকটি বিশেষ মোবাইল নাম্বার ঘোষণা করে, যেগুলোতে এধরণের ঘটনা জানালে দ্রুত ব্যবস্থা নেয়া হবে৷

রাজশাহীতে বিরোধী দলের সমাবেশ

প্রায় সব পত্রিকাই বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে৷ দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘হরতালসহ আন্দোলনের প্রস্তুতি নিন'৷ সেই পুরনো রাজনৈতিক চর্চা মানে হরতালের দিকেই আবার পা বাড়াতে চায় বিএনপি৷ ইত্তেফাক জানাচ্ছে, হরতালসহ ঘরে ঘরে আন্দোলনের জন্য প্রস্তুত হতে আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷ শুধু তাই নয়, ১৯ শে মে ঢাকাতে আরেকটি মহাসমাবেশ থেকে সরকার বিরোধী আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানিয়েছেন খালেদা৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম