1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছাইমেঘের প্রভাব শোবিজ জগতেও

১৮ এপ্রিল ২০১০

গোটা ইউরোপের আকাশ এখন ছেয়ে আছে আইসল্যান্ডের আগ্নেয়গিরি থেকে সৃষ্ট ছাইমেঘে৷ ফলে এখন পর্যন্ত হাজার হাজার ফ্লাইট বাতিল করতে হয়েছে৷ রাজনীতি ও অর্থনীতিতে যেমন এর প্রভাব পড়েছে, বাদ পড়েনি বিনোদন জগতও৷

https://p.dw.com/p/Mzaa
ছবি: AP

ইউরোপ আমেরিকার শোবিজেও গত কয়েকদিন ধরে এই ছাইমেঘের আছর পড়েছে৷ ইতিমধ্যে বাতিল হয়েছে বেশ কিছু অনুষ্ঠান৷ আবার ফ্লাইট বাতিল হওয়ার কারণে শোবিজ তারকারা সেসব পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগও দিতে পারছেন না৷ যেমন এই সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ার ইন্ডিওতে যে সঙ্গীত উৎসব হওয়ার কথা ছিল আয়োজকরা জানিয়েছেন তার বেশ কিছু অনুষ্ঠান বাদ দিতে হচ্ছে৷ এছাড়া নিউইয়র্কের পারচেজে শুরু হতে যাচ্ছে সাংস্কৃতিক উৎসব৷ সেখানে যোগ দেওয়ার কথা ছিল ইউরোপের বেশ কয়েকটি দেশের সঙ্গীতজ্ঞদের৷ কিন্তু তারা কেউই আর যেতে পারছেন না৷ ডিজনি প্রামান্য চিত্র ওশ্যান্স এর ফরাসি পরিচালক এবং প্রযোজকরা হলিউডে গিয়ে আটকা পড়ে আছেন৷ গতকাল শনিবার প্রামান্যচিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হলেও তাতে তারা যোগ দিতে পারেননি৷

Sängerin Whitney Houston
গত বছর লস এঞ্জেলেসে গায়িকা হুইটনি হাউস্টনছবি: AP

অন্যদিকে প্রখ্যাত গায়িকা হুইটনি হাউস্টন বিমান বাদ দিয়ে ফেরিতে করেই পার হয়েছেন সমুদ্র পাড়ি দিয়েছেন আয়ারল্যান্ড যাওয়ার পথে৷ জানা গেছে, এই সপ্তাহে লন্ডনে কনসার্ট শেষ করে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে তাঁর যাওয়ার কথা ছিল৷ শনিবার বিমানবন্দরে গিয়ে জানতে পারেন ফ্লাইট বাতিল হওয়ার কথা৷ কিন্তু নাছোড়বান্দা হুইটনি জানান, তিনি ফেরিতে করেই ডাবলিন পৌঁছোবেন৷ শেষ পর্যন্ত তিনি ফেরিতে করেই পাড়ি দেন আইরিশ সাগর৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: জাহিদুল হক