1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছাইমেঘের কারণে ক্ষতির পরিমাণ নির্ধারণে ইইউ’র বৈঠক সোমবার

১৮ এপ্রিল ২০১০

ছাইমেঘের কারণে বিমান চলাচলে জটিলতা সৃষ্টি হওয়ায় কী পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে, তা নির্ধারণে সোমবার একটি বৈঠক ডেকেছে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সভাপতি-রাষ্ট্র স্পেন৷

https://p.dw.com/p/Mzi5
বিমান চলাচল বন্ধ থাকায় রোমে রেল টিকিটের জন্য যাত্রীদের ভিড়ছবি: AP

ইইউ'র যোগাযোগ মন্ত্রীরা এই বৈঠকে অংশ নিবেন৷ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অনুষ্ঠিতব্য এই বৈঠকে বিমান চলাচলের বিকল্প নিয়েও আলোচনা করা হবে বলে জানা গেছে৷

এদিকে রবিবার চতুর্থ দিনের মত ইউরোপের অধিকাংশ বিমানবন্দর বন্ধ রয়েছে৷ ৩৮টি দেশের বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ইউরোকন্ট্রোলের সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক চলাচলকারী মোট ২৪ হাজার ফ্লাইটের মধ্যে রবিবার মাত্র চার হাজার ফ্লাইট পরিচালিত হওয়ার কথা৷ বিশেষজ্ঞরা বলছেন, গত চারদিন বিমান চলাচল বন্ধ থাকার কারণে বিভিন্ন বিমান কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অন্যান্য ট্রাভেল ইন্ডাস্ট্রিকে ইতিমধ্যে প্রায় দেড় বিলিয়ন ডলার ক্ষতির মুখোমুখি হতে হয়েছে৷

Flughafen Chaos Vulkan
ফুটবল তারকা মেসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলতে মিলান যাওয়ার বাসে উঠছেনছবি: AP

তবে কয়েকটি দেশে কিছু কিছু বিমানবন্দর আংশিক বা পুরোপুরি খুলে দেয়া হয়েছে৷ যেমন জার্মানির ১৬টি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে পাঁচটি রবিবার রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ তবে শুধু পূর্ব দিক থেকে আসা ও পূর্ব দিকে যাওয়ার বিমানই এই বিমানবন্দরগুলো ব্যবহার করতে পারবে৷ এছাড়া ফ্রান্স, স্পেন, নরওয়ে ও ইউক্রেনের কয়েকটি বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়েছে বলে জানা গেছে৷ তবে ইউরোপের সবচেয়ে বড় তিনটি বিমানবন্দর—হিথরো, ফ্রাঙ্কফুর্ট ও প্যারিসের শার্লস দ্য গল এখনো বন্ধ রয়েছে৷ ব্রিটেনে সোমবার সকাল ছয়টা পর্যন্ত সব বিমান চলাচল বন্ধ থাকবে৷ এছাড়া ব্রিটিশ এয়ারওয়েজ সোমবারের তাদের সব ফ্লাইট ইতিমধ্যে বাতিল ঘোষণা করেছে৷

এদিকে কেএলএম, লুফৎহান্সা ও এয়ার বার্লিন কর্তৃপক্ষ, ছাইমেঘের কারণে বিমানের ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে বলে বিজ্ঞানীরা যে কথা বলছেন, তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে৷ উল্লেখ্য, কেএলএম ও লুফৎহান্সা শনিবার সফলভাবে কয়েকটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করেছে৷ এছাড়া এয়ার ফ্রান্স রবিবার নিরাপদভাবে একটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করে৷ এসব সাফল্যের কারণে ইউরোপের বিভিন্ন বিমান কর্তৃপক্ষ আকাশ সীমা খুলে দেয়ার জন্য বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে৷

প্রতিবেদন : জাহিদুল হক

সম্পাদনা : রিয়াজুল ইসলাম