1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একটি ভিডিওতে ১০ কোটি ক্লিক!

১৭ নভেম্বর ২০১৬

টাইমে টেরমাট নেদারল্যান্ডসের শিল্পী, ছবি-আঁকিয়ে৷ মজার ব্যাপার হলো, তাঁর সেই ছবি আঁকা নিয়ে তিনি যে তিন মিনিটের ভিডিওটি করেছেন, অনলাইনে তা-তে ক্লিক পড়েছে দশ কোটি বার!

https://p.dw.com/p/2SmPL
শিল্পী টাইমে টেরমাটের ভিডিও
ছবি: DW

যে ভিডিওতে দশ কোটি ক্লিক!

তিন মিনিটে এক হাজার ফটো৷ ওলন্দাজ চিত্রশিল্পী টাইমে টেরমাট তাঁর ‘‘আই পেইন্ট'' বা ‘আমি ছবি আঁকি' শর্ট ফিল্মটি তৈরি করার জন্য প্রায় তিন বছর ধরে কাজ করেছেন৷ টেরমাট বলেন, ‘‘অনেকে আমার কাছে জানতে চান, আমি কী করি বা আমার পেশা কী৷ আমি বোঝানোর চেষ্টা করি যে, আমি ছবি আঁকি৷ অন্যদের এ সব প্রশ্ন থেকেই আমার মাথায় ভিডিও তৈরির পরিকল্পনাটা আসে৷ মানে কথার বদলে ভিডিও ছবি দিয়ে বোঝাবো যে, আমি ছবি আঁকি৷ এভাবেই ব্যাপারটা শুরু হয়৷''

২০১২ সালে ‘আই পেইন্ট' ছবিটি অনলাইনে আপলোড করেন তিনি৷ স্বল্পসময়ের মধ্যে লাখ লাখ ক্লিক পড়ে, ভিডিওটা হয়ে ওঠে ভাইরাল হিট৷ টাইম-ল্যাপ্স পদ্ধতিতে একক ছবিগুলো জুড়ে ক্লিপ৷ টাইমে টেরমাট রিমোট কন্ট্রোলের সাহায্যে ছবিগুলো তুলেছেন ও পরে জোড়া দিয়েছেন৷ কোনো ডিজিটাল কারিকুরি ছাড়াই, শুধুমাত্র আকৃতির উপর নির্ভর করে তিনি তাঁর এফেক্টগুলো সৃষ্টি করেন৷

‘‘আই পেইন্ট'' ভিডিওটি প্রায় দশ কোটি বার ক্লিক করা হয়েছে৷ তবে এ ধরনের সময়সাপেক্ষ বা জটিল প্রোডাকশন তিনি আর করেননি৷ অপরদিকে চিত্রশিল্পী হওয়ার সিদ্ধান্তটা ছিল স্বতঃস্ফূর্ত৷ টেরমাট জানালেন, ‘‘আমি ছোটবেলা থেকেই ছবি আঁকতাম৷ পরে যখন ডিজাইন অ্যাকাডেমিতে যোগ দিই, তখন এক সতীর্থ আমাকে আঁকার চ্যালেঞ্জ দেন৷ বলেন, ‘তুমি ভালো আঁকতে পারো; আমি ভালো রং করতে পারি৷' আমি চ্যালেঞ্জ গ্রহণ করি আর সেই প্রথম তেল রং দিয়ে একটা ছবি আঁকি৷ দারুণ লাগে! পরদিন আরো একটা ছবি, তার পরদিন আরো একটা৷ এক সপ্তাহ পরে অ্যাকাডেমি ছেড়ে বাড়িতে ফিরে চিত্রশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করি৷'' টাইমে টেরমাট-র ছবিগুলিতে সারিয়ালিজম বা পরাবাস্তববাদের ছোঁয়াচ আছে৷ নানা ছোট ছোট খুঁটিনাটি মিলিয়ে ছবি৷ কোনো কোনো ছবি আঁকতে এক মাস সময় লেগে যায়, আবার কয়েক ঘণ্টার মধ্যেও ছবিব আঁকা হতে পারে৷ সব ছবিতেই একটা গল্প আছে, তবে তা চোখে পড়া চাই৷

ফ্রান্সিসকা ভার্টেনব্যার্গ/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান