1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছন্দ ফিরে পেয়ে গ্রুপ সেরা ব্রাজিল

২৭ জুন ২০১৮

প্রথম দুই ম্যাচের খেলা দিয়ে সমর্থকদের মন জোগাতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল৷ তবে আজ তারা কিছুটা ছন্দ ফিরে পেয়েছিল৷ ফলে সার্বিয়ার বিরুদ্ধে দুই গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা৷

https://p.dw.com/p/30RYl
ছবি: Reuters/G. Dukor

প্রথমার্ধের ৩৬ মিনিটে কুটিনিয়োর দেয়া দারুণ পাসকে গোলে পরিণত করেন পাউলিনিয়ো৷ তারপর ৬৮ মিনিটে নেইমারের নেয়া কর্নার কিক থেকে হেড করে গোল পান থিয়াগো সিলভা৷ 

এরপর ম্যাচের বাকিটা সময় নেইমারসহ অন্যরা আরও কয়েকটি সুযোগ তৈরি করতে পারলেও সফল হতে পারেননি৷

খেলার যখন প্রায় এক ঘণ্টা তখন সার্বিয়ার স্ট্রাইকার মিত্রোভিচের একটি হেড ব্রাজিলের গোল লাইনের কাছাকাছি থেকে ফিরিয়ে দেন সিলভা৷ একই স্ট্রাইকারের আরেকটি হেড ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন৷

ম্যাচের এই পর্যায়ে সার্বিয়ার সমর্থকরা আপসেট ঘটানোর চিন্তা করে থাকলেও কিছুক্ষণ পর তা মিইয়ে যায় ৬৮ মিনিটে দেয়া সিলভার গোলে৷ 

ম্যাচ সেরা হয়েছেন ব্রাজিলের পাউলিনিয়ো৷

গ্রুপের অন্য খেলায় সুইজারল্যান্ড ও কস্টারিকা ২-২ গোলে ড্র করেছে৷ ফলে গ্রুপে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে চলে গেছে সুইজারল্যান্ড৷

গ্রুপ সেরা ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর মুখোমুখি হবে৷ খেলা হবে সোমবার৷

আর সুইজারল্যান্ডের খেলবে সুইডেনের বিরুদ্ধে৷ এই খেলাটি হবে মঙ্গলবার৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য