1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চেহারা আসলে ব্যক্তিত্বে

২৮ ফেব্রুয়ারি ২০১৮

রূপ ফুটে ওঠে মানুষের ব্যক্তিত্বে৷ বহিরাঙ্গ তত গুরুত্বপূর্ণ নয়৷ জরুরি কথাটি ধরা পড়েছে ভারতের এই বিজ্ঞাপন ভিডিওটিতে৷ প্রচুর মানুষ পছন্দও করেছেন ভিডিওটি৷

https://p.dw.com/p/2tRCc
Indien Frauen Rasur der Haare aus religiösen Gründen Schönheitsindustrie Perücken Herstellung
ছবি: Getty Images/A.Joyce

‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা'৷ আপামর বাঙালির কাছে, ভারতীয়ের কাছে মহিলা বললেই এমনই কোনো ছবি ভেসে ওঠে৷ মহিলা মানেই এলোকেশী৷ বনলতা সেন৷

অথচ অসুস্থতা কেড়ে নিতে পারে চুল৷ জনসমক্ষে আসতে ভয় পান মহিলারা৷ সকলে তাঁদের আগের মতোই কাছে টেনে নেবেন তো? আড়ালে বা প্রকাশ্যে কেউ কোনো কটূ কথা বলবেন না তো? সঙ্গত ভাবনা৷ একুশ শতকের উপমহাদেশে এখনো মেয়েদের চেহারা নিয়ে নানা মন্তব্য ভেসে আসে প্রকাশ্যে, নিভৃতে৷

কিন্তু মানুষের রূপ তো কেবল তাঁর চেহারায় নয়, ব্যক্তিত্বে৷ চেহারায় ফুটে ওঠে অন্তরাত্মা৷ এই ভিডিওতে তুলে ধরা হয়েছে সে কথাই৷

ক্যান্সার আক্রান্ত এক মহিলার জীবনের কথা তুলে ধরা হয়েছে এই ভিডিওতে৷ কেমোথেরাপির পর চুল কেটে ফেলতে বাধ্য হন তিনি৷ তিনিও ভয় পেয়েছিলেন সমাজকে৷ ভয় পেয়েছিলেন পরিবার কীভাবে নেবে তাঁর নতুন চেহারা, কীভাবে মিশে যাবেন তিনি অফিসের সহকর্মীদের মধ্যে? ভয় কাটিয়ে উঠতে পারবেন ওই মহিলা? সকলে তাঁকে কাছে টেনে নেবেন? সকলেই তাঁকে জড়িয়ে ধরবেন আগের মতো?

সমাজ আসলে এই ভিডিওর মতো সহজ নয়৷ সমাজকে শিক্ষিত করে তোলার জন্য এমন আরো অনেক ভিডিও হওয়া দরকার৷ বেশ কয়েক বছর আগে তৈরি হওয়া ভিডিওটি এখনো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ ৩২ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি৷ লাইক পেয়েছে ৮ হাজারেরও বেশি৷

এসজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য