1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চুল নিয়ে বর্ণবাদী বিজ্ঞাপন, বিক্ষোভ

৯ সেপ্টেম্বর ২০২০

চুল নিয়ে বর্ণবাদী বিজ্ঞাপন প্রচারের কারণে বিক্ষোভ হয়েছে দক্ষিণ আফ্রিকায়৷ বামপন্থি দল ইকোনমিক ফ্রিডম ফাইটার্স-এর সমর্থকরাও বিক্ষোভ শুরু করলে বেশ কয়েকটি শহরের শো-রুম থেকে চুলের যত্ন নেয়ার একটি পণ্য সরিয়ে নেয়া হয়৷

https://p.dw.com/p/3iD3w
‘ক্লিকস’ স্টোরের সামনে বিক্ষোভছবি: Getty Images/AFP/L. Sola

ড্রাগস্টোর ক্লিকস-এর বিজ্ঞাপনে কৃষ্ণাজ্ঞ নারীর চুলকে শুষ্ক এবং অস্বাস্থ্যকর বলা হয়েছিল৷

এর প্রতিবাদে ক্লিকস-এর দোকানের সামনে ব্যাপক বিক্ষোভ শুরু হয়৷ প্রেটোরিয়ায় এক দোকানে প্রোটোল বোমা হামলা হয়৷ এর পাশাপাশি  নিজস্ব হেয়ার স্টাইলের ছবি প্রকাশ করে স্যোশাল মিডিয়ায় জানাতে থাকেন কৃষ্ণাঙ্গরা৷ প্রতিবাদ, বিক্ষোভের মুখে বিজ্ঞাপনটির জন্য শেষ পর্যন্ত গভীরভাবে দুঃখ প্রকাশ ক্ষমা চায় প্রসাধনী পণ্য উৎপাদন কোম্পানি ট্রেসেমে৷

এনএস/ এসিবি (কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান