1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে প্লাস্টিক সার্জারি কেড়ে নিল পপ শিল্পীর প্রাণ

২৬ নভেম্বর ২০১০

সৌন্দর্য নিয়ে খুব বেশি উচ্চাকাঙ্খা ছিল চীনের পপ সংগিত শিল্লী ওয়াং বেই-এর৷ অত্যন্ত সুন্দরী হওয়া সত্ত্বেও, কসমেটিক সার্জারি করাতে গিয়েছিলেন তিনি৷ শেষ পর্যন্ত প্লাস্টিক সার্জারির সময় অস্ত্রোপচার টেবিলেই প্রাণ হারালেন তিনি৷

https://p.dw.com/p/QIx0
চীনা মেয়েদের কাছে প্লাস্টিক সার্জারি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেছবি: AP

‘‘অ্যামেরিকান আইডল''-এর সাবেক প্রতিযোগী ২৪ বছর বয়স্ক ওয়াং বেই, ‘‘ফেসিয়াল বোন-গ্রাইন্ডিং সার্জারি'' করার সময়ে ১৫ নভেম্বর প্রাণ হারান৷ অস্ত্রোপচারটি করা হচ্ছিল কেন্দ্রীয় শহর ইউহানে৷ চীনের গণমাধ্যমগুলো এই খবর দিয়েছে৷ টেলিভিশন হিট ‘‘সুপার গার্লে''র জনপ্রিয় প্রতিযোগী ওয়াং এমনিতেই ছিলেন অত্যন্ত সুন্দরী৷ তারপরেও তিনি কসমেটিক সার্জারি করানোর চিন্তা করেছিলেন৷ শেষ পর্যন্ত এই কসমেটিক সার্জারিই তার প্রাণ কেড়ে নিল৷

ওয়াং-এর মৃত্যুর মধ্যে দিয়ে চীনে প্লাস্টিক সার্জারির ওপরে নেমে এসেছে এক কালো ছায়া৷ এর বিপজ্জনক দিকটি খুব সহজেই মানুষের চোখের সামনে উঠে এসেছে৷ চীনের সরকারি গণমাধ্যমগুলো জানিয়েছে, সৌন্দর্য বাড়ানোর জন্যে চীনে প্রতি বছরে ৩০ লাখ মানুষ প্লাস্টিক সার্জারি করাতে যায়৷

যে হাসপাতালে অস্ত্রপচারের সময়ে ওয়াং প্রাণ হরান, সেই জং আউ কসমেটিক সার্জারি হসপিটালের পক্ষ থেকে ওয়াং-এর মৃত্যুকে ‘‘এ্যানেসথেটিক অ্যাকসিডেন্ট'' বলে উল্লেখ করেছে৷ বলা হয়েছে, ওয়াং-এর চোয়াল থেকে হঠাৎই রক্তক্ষরণ শুরু হয়৷ ওয়াং এবং তার মা একই অস্ত্রোপচারের জন্যে ঐ হাসপাতালে ছিলেন৷ ওয়াং যখন প্রাণ হারান, তখন তার মায়ের অস্ত্রপচার চলছিল৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা:আব্দুল্লাহ আল-ফারূক