1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চির বিদায় নিলেন ফিদেল কাস্ত্রো

২৬ নভেম্বর ২০১৬

কিউবার অবিসংবাদিত নেতা এবং বিপ্লবের প্রতীক ফিদেল কাস্ত্রো আর নেই৷ কিউবার হাভানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ কাস্ত্রোর বয়স হয়েছিল ৯০৷ তাঁর ভাই রাউল কাস্ত্রো গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই খবর৷

https://p.dw.com/p/2THwe
Fidel Castro wird 90
ছবি: picture-alliance/dpa/A. Ernesto

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো, যিনি কমিউনিস্ট দ্বীপ রাষ্ট্রটিকে প্রথমে প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে প্রায় পঞ্চাশ বছর পরিচালনা করেছেন, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার গভীর রাতে মৃত্যুবরণ করেছেন৷ জলপাই সবুজ পোশাক পরিহিত কাস্ত্রোর ভাই কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো কাঁপা কাঁপা গলায় রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন৷ তিনি বলেন, ‘‘কিউবা বিপ্লবের ‘কমান্ডার ইন চিফ' ২২:২৯ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷''

কাস্ত্রোর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ দাহ করা হবে বলে জানা গেছে৷

উল্লেখ্য, ২০০৬ সালে অন্ত্রে অসুস্থতার কারণে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন কাস্ত্রো৷ এর দুই বছর পর ভাইয়ের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেন তিনি৷ পরবর্তী সময়ে কাস্ত্রোকে জনসমক্ষে আর খুব একটা দেখা যায়নি

এআই/এসিবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য