1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাপাতি আর সাপের মাসাজ

২২ মার্চ ২০১৯

তাইওয়ানের সৌন্দর্য্য সচেতনদের নতুন এক প্রবণতা ছুরির মাসাজ৷ এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷

https://p.dw.com/p/3FV3I
প্রতীকী ছবিছবি: AFP/Getty Images/B. Boro

স্পা করতে এসেছেন৷ দুই হাতে চাপাতি-সদৃশ ছুরি দিয়ে বেশ কয়েকজন আঘাত করে চলেছেন৷ বলতে গেলে পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরই৷ এটি নাকি এক ধরনের মাসাজ৷ অবশ্য ভয়ের কিছু নেই, যিনি মাসাজ করাতে এসেছেন তাঁর গায়ে রয়েছে পাতলা কম্বল৷ তার উপর দিয়েই মাসাজকারীরা আলতোভাবে হয়তো আঘাত করছেন৷তবে আতঙ্কের বিষয় হলো, প্রতি মাসাজের আগেই ছুরি পাথরে ঘষে ধার দেয়া হয়৷ এই মাসাজের উদ্যোক্তারা বলছেন, এটি মোটেও নতুন কোনো প্রবণতা নয়৷ মাসাজটি এসেছে আড়াই হাজার বছর আগের চীনের ঐতিহ্য থেকে৷ যদিও তাঁরা এর নতুন রূপ দিয়েছেন৷ এজন্য বাজারের সাধারণ ছুরি তাঁরা ব্যবহার করেন না, বিশেষভাবে সেগুলো তৈরি করে নিয়েছেন৷

আরেকটি অদ্ভুত মাসাজের দেখা মিলবে ফিলিপাইন্সের দাভাও শহরের একটি চিড়িয়াখানায়৷ আপনার শরীরের উপর বিশাল আকৃতির একটি অজগর শুইয়ে দেয়া হবে৷ সেটি নড়াচড়া করতে থাকবে৷ তাতে শরীরে এক ধরনের ঠান্ডা অনুভূতি হবে৷

বিচিত্র এই দুটি মাসাজ নিয়ে একটি ভিডিও ছেড়েছে ডেইলি মেল অস্ট্রেলিয়া৷ একদিন না পেরোতেই তা দেখা হয়েছে ৫০ লাখেরও বেশি বার৷

এফএস/এসিবি

২০১৭ সালের মার্চের ছবিঘরটি দেখুন...