1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাঁদ যেভাবে সৃষ্টি হয়েছিল

১৩ আগস্ট ২০১৯

প্রায় ৪০০ কোটি বছর আগে পৃথিবীতে পারমাণবিক বোমাবর্ষণের মতো মারাত্মক সব গ্রহাণু আর ধুমকেতু আছড়ে পড়তো৷ প্রাণের সঞ্চালনে পৃথিবীর অনেককিছুই পালটে চলেছে৷ ফলে একেবারে শুরুর দিকে এর গঠন কেমন ছিল, সে ধারণা এতদিন পর পাওয়াটা একটু কঠিন৷

https://p.dw.com/p/3Npj7

কিন্তু একই সময়ে সৃষ্টি হওয়া চাঁদ এখনো রয়েছে প্রায় অপরিবর্তিত৷ চাঁদ থেকে আনা পাথর-ছবি-ভিডিও বিশ্লেষণ করে জানা যাচ্ছে অনেক কিছু৷