1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলতি বছর যুক্তরাষ্ট্রে কাজের ভিসা পাবেন না বিদেশিরা

২৩ জুন ২০২০

চলতি বছরের শেষ পর্যন্ত বিদেশিদের কাজের ভিসার উপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন৷ এর ফলে পাঁচ লাখ ২৫ হাজার বিদেশি দেশটিতে চাকুরি পাওয়া থেকে বঞ্চিত হবেন৷

https://p.dw.com/p/3eCxp
USA Einschränkungen des Einwanderungsvisums
ছবি: Carolyn Kaster/AP/picture-alliance

সোমবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷

দক্ষ কর্মীদের জন্য দেয়া এইচওয়ান, শ্রমিকদের জন্য এলওয়ান, গবেষণা ও শিক্ষায় নিযুক্তদের জে-ভিসা এবং মৌসুমি কর্মীদের এইচটু ভিসাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে৷

তবে খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ কয়েকটি শিল্পের মৌসুমি কর্মীদের ভিসা এই শ্রেণির বাইরে রাখা হচ্ছে৷ সেইসঙ্গে যুক্তরাষ্ট্রে এখন যারা বৈধ ভিসায় রয়েছেন তারাও কোনো সমস্যায় পড়বেন না৷

গণমাধ্যমের কর্মীদের কাছে নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মহামারি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ ‘‘প্রেসিডেন্ট ট্রাম্প অ্যামেরিকানদের যত দ্রুত সম্ভব কাজে ফেরাতে মনযোগী,'' বলেন তিনি৷

হোয়াইট হাউসের হিসাবে নতুন সিদ্ধান্তে দেশটির নাগরিকদের জন্য পাঁচ লাখ ২৫ হাজার চাকুরি খালি হবে৷ পাশাপাশি বিদেশিদের স্থায়ী নাগরিকত্বের নিয়মেও সংশোধন আসতে পারে বলে জানা গেছে৷

সমালোচকরা বলছেন, অভিবাসনে রাশ টানতে করোনা মহামারিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন৷ বিদেশি কর্মীদের উপর নির্ভরশীল শিল্পসংশ্লিষ্টরা বহুদিন ধরে ট্রাম্পের এমন অভিবাসন নীতির বিরোধিতা করে আসছে৷ নতুন নীতির কারণে দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সও৷

এফএস/জেডএইচ (রয়টার্স, এপি, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য