চলছে অর্থনৈতিক সংকট | পাঠক ভাবনা | DW | 26.11.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

চলছে অর্থনৈতিক সংকট

একের পর এক ইউরোপের বিভিন্ন দেশে চলছে অর্থনৈতিক সংকট, আমরা শঙ্কিত ইউরোর ভবিষ্যৎ নিয়ে, আর আজ আমাদের সমস্ত উতকন্ঠা দূর হলো সুন্দর একটি প্রতিবেদন শুনে

চৈতালি ও সিদ্ধার্থ সরকার,জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

সুচিত্রা সেন,বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী৷ সুচিত্রা এবং সুচিত্রা-উত্তম জুটির ছবি এখনও বাঙালিকে মন্ত্রমুগ্ধের মত টানে৷ ১৯৩১ সালে বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণকরা সুচিত্রা সেনের ঐ শহরে শুক্রবার থেকে শুরু হচ্ছে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব যা জেনে আমাদের খুবই ভালো লাগলো যদিও ঐ উৎসব দেখা আমাদের পক্ষে সম্ভব নয়৷ তবে এ সম্পর্কে ডয়চে ভেলে থেকে নিয়মিত তথ্য পাবো বলে আশা করছি,২৬ নভেম্বর থেকে আট দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ বা এসএসএসএসপি৷ জানতে পারলাম এই উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের চলচ্চিত্র অর্থাৎ ঢালিউডের সিনিয়র অভিনেতা রাজ্জাক৷ আর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আমজাদ হোসেন৷ আরো উপস্থিত থাকবেন, শিল্পী সোহেল রানা, উজ্জ্বল, দিতিসহ আরো অনেকে৷ আশা করছি উৎসবটি সফল ও সার্থক হবে। সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবে যে ছবিগুলো প্রদর্শিত হবে তার মধ্যে রয়েছে, পথে হলো দেরি, ইন্দ্রানী, বিপাশা, কোমল-লতা, সূর্য তোরণ, দেবদাস, রাজলক্ষ্মী-শ্রীকান্ত এবং আলো আমার আলো৷ এসব ছবির অনেকটাই আমরা পূর্বে টেলিভিশনের পর্দায় দেখেছি। এই ছবিগুলো যুগ যুগ ধরে সুস্থ্যধারার চলচ্চিত্র প্রেমী দর্শকদের আকৃষ্ট করবে বলে আমাদের বিশ্বাস।

২০০৯ সালের ২৫ শে ফেব্রুয়ারি রাইফেলস স্কয়ারের কাছেই বিডিআর বিদ্রোহে আহত তরুণের বাঁচার গল্প আমাদেরকে অনুপ্রাণিত করেছে। সতের বছর বয়সের চা বিক্রেতা আক্তার হোসেনের কষ্টের জীবন কাহিনী আমাদেরকে শিহরিত করেছে। যে ছেলে ঢাকা শহরের রাস্তায় রাস্তায় চা বিক্রি করে সংসার চালাতো সেই সাধারণ ও নিরীহ যুবকটি নিষ্ঠুরভাবে শিকার হলো বিদ্রোহী বিডিআরদের রাইফেলের বুলেটে। যা কিনা তাদের ছোট্ট গরিব সু:খের সংসার তছ-নছ করে দিয়েছে, সিডরের মত লন্ডভন্ড করে দিয়েছে একটি সংসারের প্রধান উপার্জনকারীর জীবন। একজন মানবতাবাদী অস্ট্রেলিয়া প্রবাসী ব্যবসায়ী এটোম রহমান এর নানা চেষ্টার পর এবছরের জুনে আক্তারের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া এবং সেখানকার চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশন সংগঠনটি যেভাবে তার সহযোগিতায় এগিয়ে এসেছে তাতে আমরা বাংলাদেশী হিসেবে ঐ সংগঠনের কাছে ও প্রবাসী ব্যবসায়ী এটোম রহমানের কাছে কৃতজ্ঞ। এটোম রহমানের কাছ থেকে আক্তারের দায়িত্ব বুঝে নিয়ে চিলড্রেন ফার্স্ট সংগঠনটি মেলবোর্নে ক্যাবরিনি হাসাপাতালে সফল অপারেশন করে তারা যে সাফল্য দেখিয়েছেন এটি বাংলাদেশে বিডিআর বিদ্রোহের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমরা অর্থোপেডিক সার্জন জন গ্রিফিৎস'এর নেতৃত্বে যেসকল স্বেচ্ছাসেবী ডাক্তারবৃন্দ আক্তারের হাতে শক্তি ফেরানোর কাজে অপারেশন করে সফল হতে সহযোগিতা করেছেন তাদেরকে ডয়চে ভেলের মাধ্যমে আমাদের ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন এবং সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আক্তার আবারো তার পরিবারের হাল ধরতে পারুক আগেরমত সেটাই কামনা করছি।

শুভেচ্ছাসহ, দিদারুল ইকবাল,তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা,উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, আয়েশা বেগম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, বাড়ি ৩৩৬, সেকশন-৭, রোড-২, মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ৷   

রাজশাহী অনেক অনেক দূরে কুষ্টিয়া থেকে, কুষ্টিয়াতে বসেও এফ,এম ব্যান্ডের অনুষ্ঠান খুব ভালোভাবে শুনতে পারছি, এটা যেন স্বপ্ন দেখার মত মনে হচ্ছে আমার কাছে, আমরা এখন মিডিয়াম ওয়েভে শুনিনা কারণ দুইবেলাতেই এফএম ব্যান্ডের অনুষ্ঠান শুনে চলেছি, কারণ এফএম ব্যান্ডে কোন অসুবিধা হয়না। অনেক শ্রোতাবন্ধুই অভিযোগ করেন যে আমরা অনুষ্ঠান শুনতে পারছেন না, এটা তাদের ভুল ধারণা। আসুন আমরা সবাই মিলে কন্ঠে কন্ঠ মিলিয়ে বলি যে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান ভালো শুনতে পারছি। যেটা সত্য সেটাই বলি, শুভেচ্ছান্তে, এমএ রশিদ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসেনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজম পুর,কুষ্টিয়া, বাংলাদেশ৷

ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান এফএম তরঙ্গে প্রচারিত প্রতিটি পরিবেশনা এতো সুন্দর শুনতে পাচ্ছি যে ডয়চে ভেলেকে বলে বোঝাতে পারবোনা, ধন্যবাদ। প্রতিটি পর্বই প্রাণবন্ত, কাঞ্চন কুমার চট্টপাধ্যায়, সাহানগর, মুর্শিদাবাদ, ভারত।

আজকে ওয়েবসাইটে চলতি ঘটনার পাতায় বাংলাদেশেসহ আন্তর্জাতিক রিপোর্ট, বিজ্ঞান প্রযুক্তির পাতায় হানোভার শহরে শিল্প মেলায় ভারতকে আমন্ত্রণ, সমাজ জীবন পাতায় বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠান ওয়াটার লিংক লজিস্টিক লি ও ওশান ট্যুরিজম কক্সবাজার যৌথভাবে এমভি ডলফিনাস- মাত্র দু'ঘণ্টায় কক্সবাজার টু সেণ্ট মার্টিন ভ্রমণ সেবার ওপর প্রতিবেদন এবং সংস্কৃতি বিনোদনের পাতায় বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন মাঠে জমি চাষ করতে নামলেন- এ সম্পর্কে প্রতিবেদনটি পড়ে আমরা ক্লাবের সবাই ভীষণ খুশি হয়েছি,ওয়েবসাইটে সুন্দর তথ্যবহুল চমত্‍কার বিষয়গুলো সন্নিবেশ করার জন্য ধন্যবাদ, মোখলেসুর রহমান, কুষ্টিয়া।

ডযচে ভেলের বাংলা ওয়েবসাইটি চমৎকার ! বিএম ফয়সাল আহমেদ, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

ডযচে ভেলেকে অনেক ধন্যবাদ এফএম শুরু করার জন্য, এখন আমাদের অনেক সুবিধা হয়েছে কারণ আগেরমতো চ্যানেল খুঁজতে হয়না, এসএমএস-এ নাম ঠিকানা নেই৷

অনেক এসএমএস পাঠাই কিন্তু প্রচার করা হয়না তাই লিখতে আর মন চায়না, এরশাদ, রংপুর, বাংলাদেশ৷

আশাকরি ডয়চে ভেলে পরিবারের সবাই ভালো আছেন, আমার মতামত হলো সম্প্রতি বিবিসি ভারতের মাওবাদীদের নিয়ে যে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে তা আমার ভালো লাগছে, আমার আরো ভালো লাগতো যদি ডয়চে ভেলে থেকে এরকম ধারাবাহিক কোন প্রতিবেদন প্রচার হতো, কারণ ডয়চে ভেলে আমার প্রাণপ্রিয় অনুষ্ঠান, মোঃ কামরুজ্জামান, নয়াপুকুর, রংপুর, বাংলাদেশ৷

আমি ডয়চে ভেলের একজন ভক্ত নতুন শ্রোতা, জানিনা কেন ডয়চে ভেলের অনুষ্ঠান আমার এতো ভালো লাগে৷ হয়তোবা ডয়চে ভেলে আমার হৃদয়ের সাথে মিশে গেছে তাই আমি সবসময় ডয়চে ভেলের সাথে থাকতে চাই, মোঃ ফারুক আহমেদ, শেমপুর ডিগ্রী কলেজ, রংপুর, বাংলাদেশ৷