1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চরমপন্থার চিঠি লেখায় জার্মানিতে এক ব্যক্তির কারাদণ্ড

১৮ নভেম্বর ২০২২

দোষী সাব্যস্ত ব্যক্তি ২০০০ থেকে ২০০৬ সালের মধ্যে নারী, আইনজীবী, রাজনীতিবিদ এবং সাংবাদিকদের বিরুদ্ধে ৮০ টিরও বেশি হুমকিমূলক চিঠি লিখেছিলেন।

https://p.dw.com/p/4Jl3f
আদালতে আলেকজান্ডার এম
আদালতে আলেকজান্ডার এমছবি: Arne Dedert/dpa/picture alliance

বার্লিনের অধিবাসী চুয়ান্ন বছর বয়সি ওই ব্যক্তি অনেক ধরনের অপরাধের দোষী সাব্যস্ত হয়। তাকে ৫ বছর ১০ মাসের জেল দেয়া হয়। তিনি নিজেকে আলেকজান্ডার এম বলে পরিচয় দেন।

এসব চিঠি লেখার মাধ্যমে তিনি প্রকাশ্যে হুমকি দেয়া, জবরদস্তি করা, জনসাধারণের শান্তি বিঘ্নিত করা এবং ঘৃণা ছড়াতে প্ররোচিত করার মতো অপরাধ করেন।

বিচারের সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী তার ৭ বছর ৬ মাসের কারাদণ্ডের দাবি করলেও আলেকজান্ডার এম. তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেন।

তার দাবি, তিনি ডার্কনেটের একটি ডানপন্থি চ্যাট গ্রুপের সদস্য ছিলেন এবং ওই চিঠিগুলো তিনি লেখেননি বা কোনো ধরনের অপরাধ করেননি।

হুমকিমূলক চিঠিগুলো তিনি ইমেল, ফ্যাক্স বা ক্ষুদে বার্তার মাধ্যমে ঐ সকল ব্যক্তিদের পাঠিয়েছিলেন। সেগুলো ছিল অপমানজনক ও প্রাণনাশের হুমকিতে ভরা।

একেএ/এসিবি