1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন জমজমাট রাজনীতি

২৬ মে ২০১০

এভারেস্ট জয় করার পর বেস ক্যাম্পে ফিরে এসে প্রথম সাক্ষাৎকারটি মুসা ইব্রাহিম দিয়েছিলেন ডয়চে ভেলেকে৷ আজকের পত্রপত্রিকাগুলোয় সেই সাক্ষাতকারের অংশবিশেষ ছাপানো হয়েছে৷

https://p.dw.com/p/NX2j
ছবি: public domain

সকল পত্রিকায় রয়েছে মুসার খবর৷ এছাড়া সবচেয়ে আলোচিত হয়েছে জেএমবি প্রধানের গ্রেফতারের খবরটি৷

জঙ্গিদের বিষয়ে যা বলছে দৈনিকগুলো

ইত্তেফাক, প্রথম আলো, কালের কন্ঠ, আমাদের সময়, সংবাদসহ বিভিন্ন পত্রিকায় আজকের অন্যতম প্রধান শিরোনাম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির প্রধান আমীর মাওলানা সাইদুর রহমান জাফরকে গ্রেফতার এবং পুলিশ প্রধানের বক্তব্যের খবরটি৷ গতকাল তা আনুষ্ঠানিকভাবেই স্বীকার করলেন পুলিশের আইজি নূর মোহাম্মদ৷ একই সঙ্গে তিনি সাংবাদিকদের বলছেন, এর মাধ্যমে জেএমবির অপতৎপরতা কমবে৷ তবে এই সংবাদের পাশাপাশি কালের কন্ঠ, সংবাদ এবং যুগান্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছদ্মপরিচয়ে আস্তানা গড়ে তুলে বসবাস করছে প্রায় ২০ হাজার জঙ্গি সদস্য৷ এর মধ্যে ঢাকায়ই রয়েছে তাদের তিন শতাধিক আবাসস্থল বা আস্তানা৷ বিষয়টি সত্যিই ভাববার মতো৷

ঢাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রথম আলো সহ সকল দৈনিক পত্রিকায় এ বিষয়ে বলা হযেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পনগর এলাকার কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকরা গতকাল বিকেলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে৷ করে বিক্ষোভ মিছিল৷ আগুন ধরিয়ে দেয় অস্থায়ী পুলিশ বক্সে, দোকান পাটে৷ ভাঙচুর করে শতাধিক যানবাহন৷ ফলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অনিবার্য, তাই হয়েছে৷

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন জমজমাট রাজনীতি

প্রায় সকল দৈনিকেই এ সংক্রান্ত সংবাদ রয়েছে৷ তবে সমকালের খবরটি একটু অন্যরকম৷ তারা বলছে, নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানার ব্যাপারে এ মুহূর্তে আইনি নিষেধাজ্ঞা থাকলেও মেয়র নির্বাচনে অংশ নেওয়া প্রধান দুই দলের প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং এম মঞ্জুরুল আলম মঞ্জু ভোটের মাঠে নেমেছেন প্রতিশ্রুতির ডালি নিয়ে৷ নির্বাচনে জিতলে বন্দরনগরী চট্টগ্রামকে কে, কীভাবে সাজাবেন কিংবা কতটুকু নাগরিক সুবিধা নিশ্চিত করবেন এ নিয়েই মহিউদ্দিন ও মঞ্জু বুনেছেন প্রতিশ্রুতির জাল৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী