1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘুষ দিয়ে ২০২২ বিশ্বকাপের আয়োজক হয়েছে কাতার!

৩১ মে ২০১১

ঘুষ দিয়ে কাতার ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল আসরের আয়োজক হয়েছে এমন অভিযোগ ওঠার পর আরও কঠিন আকার ধারণ করেছে ফিফার সঙ্কট৷ যদিও প্রেসিডেন্ট সেপ ব্লাটার সেটা মানতে নারাজ৷

https://p.dw.com/p/11R07
epa02759773 FIFA President Joseph S. Blatter (2-R) talks to the media during a press conference in Zurich, Switzerland, 30 May 2011. Blatter denied that football's world governing body, FIFA, is in crisis, in spite of the current corruption scandal surrounding the organisation. EPA/ALESSANDRO DELLA BELLA
ফিফা সঙ্কটে নেই, বললেন সেপ ব্লাটারছবি: picture-alliance/dpa

সোমবার ফিফা মহাসচিব জেরোম ভাল্কের ফাঁস হয়ে যাওয়া এই ই-মেইলে বলা হয়, বিশ্বকাপের আয়োজক হতে ফিফা সদস্যদের ঘুষ দেয় কাতার৷ ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কিনতে ঘুষ দেওয়ার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পরদিন সংস্থার ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার গণমাধ্যমের কাছে এই ই-মেইল ফাঁস করে দেন৷

জেরোম ঐ ই-মেইল পাঠানোর কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন৷ ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপ ফুটবলের জন্য গত ডিসেম্বরে আয়োজক দেশ নির্বাচন করে ফিফা৷ ২০১৮ সালের বিশ্বকাপের দায়িত্ব পায় রাশিয়া৷ আর ২০২২ সালের আয়োজক দেশ নির্বাচিত হয় কাতার৷
আয়োজক হতে ব্যর্থ হয় ব্রিটেন৷ তখন থেকেই ব্রিটেনের ফুটবল সংগঠকরা অভিযোগ করে আসছেন, ফিফা কর্মকর্তারা ঘুষ খেয়ে তাদের বিপক্ষে রায় দিয়েছেন৷

এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট ও কাতারের নাগরিক মোহাম্মদ বিন হাম্মাম ছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী৷ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট কিনতে ঘুষ দেওয়ার অভিযোগে রোববার তাঁকেও সাময়িকভাবে বরখাস্ত করে ফিফা৷ বিষয়টি তদন্তের জন্য তাদের ফিফার এথিকস কমিটিতে তলব করার পর রোববার নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন হাম্মাম৷ দীর্ঘ ৯ বছর পর আগামীকাল জুরিখে এই নির্বাচন হওয়ার কথা৷

ফিফার নির্বাহী কমিটির ২৪ সদস্যের মধ্যে ১০ জনের বিরুদ্ধে গত বছরও দুর্নীতির অভিযোগ উঠেছিলো৷ ফলে এই সংস্থাটি বড় ধরণের সঙ্কটে পড়েছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: জাহিদুল হক