1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘণ্টায় দেড়শ মাইল বেগে গাড়ি চালালেন পুটিন

৭ নভেম্বর ২০১০

অনেক আগে থেকেই স্ট্রংম্যান হিসেবে সুপরিচিত রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিন৷ কখনো মেরু ভালুককে তাড়া করে, কখনো বরফ জলে সাঁতার কেটে৷ এবার ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে গাড়ি চালালেন এই টাফ গাই৷

https://p.dw.com/p/Q12F
ভ্লাদিমির পুটিনছবি: AP

দুঃসাহসিক অভিযান যেন চুম্বকের মত টানে পুটিনকে৷ চলতি বছরের গ্রীষ্মে বিশাল সাইবেরিয়া পার হয়েছেন তিনি তাঁর লাডা গাড়িতে করে৷ উত্তর মেরুর কাছাকাছি একবার একাই মোকাবিলা করেছেন এক বিশাল মেরু ভালুককে৷ তারপর প্রশান্ত মহাসাগরে একবার তিমি মাছকে তাড়া করেছিলেন একাই৷ এরপরও যেন তাঁর রোমাঞ্চের নেশা কাটে না৷

দিন কয়েক আগে পুটিনকে দেখা গেল বৈকাল হ্রদের ধারে৷ কোন কিছুর তোয়াক্কা না করেই ঝাঁপ দিলেন তিনি সেই বরফের মত ঠাণ্ডা পানিতে৷ ডাইভিং করে একেবারে হ্রদের তলায় পৌঁছে গেলেন এই রুশ৷ এরপরও নতুন নতুন রোমাঞ্চের স্বাদ নিতে চান কেজিবির সাবেক এই সদস্য৷ তাই এবার গতির দৌড়ে নামলেন তিনি৷

Russland Präsident Wladimir Putin beim Angeln
রোমাঞ্চ বরাবরই টানে পুটিনকেছবি: AP

রোববার সেইন্ট পিটার্সবার্গের বাইরে ফর্মুলা ওয়ানের ট্র্যাকে দেখা গেল পুটিনকে, হলুদ রংয়ের রেনঁ গাড়ির ড্রাইভিং হুইলে ফর্মুলা ওয়ানের পোশাক পরে৷ প্রায় প্রফেশনাল ড্রাইভারদের মতই কয়েক ঘণ্টা গাড়ি চালালেন পুটিন৷ ট্র্যাকের বিশেষজ্ঞরা জানালেন, ঘণ্টায় কখনো কখনো ২৪০ কিলোমিটার বা দেড়শ মাইল পর্যন্ত গতিতে গাড়ি চালিয়েছেন রুশ প্রধানমন্ত্রী৷ এই গতিতে গাড়ি চালানোর অনুমতি বিশ্বের আর কোন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তাঁর দেহরক্ষীদের কাছ থেকে পাবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে৷ তবে পুটিন বলে কথা!

যা-ই হোক, এই উসিলায় কিন্তু রাশিয়ার আরও একটি কাজ হয়ে গেল৷ আগামী ২০১৪ সালে সোচিতে প্রথমবারের ফর্মুলা ওয়ানের গ্র্যান্ড প্রিক্সের আসর বসতে যাচ্ছে৷ তারই প্রস্তুতি চলছে এখন৷ এবং রুশ প্রধানমন্ত্রীকে দিয়ে বেশ বড় একটা প্রচারণার কাজও সেরে ফেললো রাশিয়ার ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ৷ বলা বাহুল্য, গ্র্যান্ড প্রিক্স আসরের এই উদ্যোগটাও কিন্তু ভ্লাদিমির পুটিনেরই৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই