1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবচেয়ে বড় অ্যাওয়ার্ডস শো

১১ ফেব্রুয়ারি ২০১৩

মিউজিক ইনডাস্ট্রির সবচেয়ে বড় অ্যাওয়ার্ডস শো হলো এই গ্র্যামি৷ এটা ছিল গ্র্যামির ৫৫তম সংস্করণ৷ পুরস্কার কে পেলেন, তার মতোই বড় প্রশ্ন হল, কে কীরকম নাচ-গান করলেন, এবং সেটা করলেন কী ধরণের সাজগোজ করে৷

https://p.dw.com/p/17bvT
Rihanna performs at the 55th annual Grammy Awards in Los Angeles, California, February 10, 2013. REUTERS/Mike Blake (UNITED STATES - Tags: ENTERTAINMENT) (GRAMMY-SHOW)
Grammy Preisverleihung 2013ছবি: Reuters

এবার লস অ্যাঞ্জেলেস-এর স্টেপল্স সেন্টারে গ্র্যামি শো-র উদ্বোধন করলেন টেলর সুইফ্ট, তাঁর হিট সিঙ্গল ‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার' গানটি দিয়ে৷ সঙ্গে ছিল সার্কাস সুলভ নাচ ও কসরত৷ পরে যারা গেয়েছেন তাদের মধ্যে রিহানা, স্টিং, অ্যালিসিয়া কিস, জাস্টিন টিম্বারলেক ইত্যাদি পপ সংগীতের নক্ষত্রদের নাম করা যেতে পারে৷ হোস্ট বা সঞ্চালক এলএল কুল জে-র ভাষায় বলতে গেলে: ‘‘ওয়েলকাম টু দ্য গ্রেটেস্ট মিউজিক শো অন আর্থ৷''

Little Big Town pose with their Grammy award for Best Country Duo/Group Performance for "Pontoon" backstage at the 55th annual Grammy Awards in Los Angeles, California February 10, 2013. REUTERS/Jonathan Alcorn (UNITED STATES - Tags: ENTERTAINMENT) (GRAMMYS-BACKSTAGE)
পুরস্কার কে পেলেন, তার মতোই বড় প্রশ্ন হল, কে কীরকম নাচ-গান করলেন, কী ধরণের সাজগোজ করেছবি: Reuters

নিউ ইয়র্কের ‘ফান' ত্রয়ী ছ'টি বিভাগে মনোনীত হলেও, শেষমেষ বেস্ট নিউ আর্টিস্ট আর সং অফ দ্য ইয়ার নিয়েই তাদের খুশি থাকতে হয়েছে৷ সং বা গানটি হল, ‘উই আর ইয়াং'৷ ইন্ডি রকার দ্য ব্ল্যাক কি-স রক সংগীতের একাধিক বিভাগে গ্র্যামি পেয়েছে৷ ব্রিটেনের রক ব্যান্ড মামফোর্ড অ্যান্ড সন্স অ্যালবাম অফ দ্য ইয়ার-এর পুরস্কার পেয়েছে তাদের ‘‘ব্যাবেল'' অ্যালবামটির জন্য৷

তবে বিশেষ করে নাম করতে হয় অস্ট্রেলিয়ান গায়ক গোটিয়ে-র, যিনি রেকর্ড অফ দ্য ইয়ার থেকে শুরু করে তিনটি গ্র্যামি সংগ্রহ করেছেন, এবং সেজন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের অভিনন্দন কুড়িয়েছেন৷

তবে গ্র্যামির এবার আসল মজা ছিল এই যে, সিবিএস টেলিভিশন আগে থেকেই শিল্পীদের কাছে গোপন চিঠি পাঠিয়ে অতিমাত্রায় উগ্র ও অশালীন সাজ সম্পর্কে সাবধান করে দেয়৷ যথারীতি সে চিঠিও ফাঁস হয়ে যায়৷ দেখা যায়, মূল অনুষ্ঠানে শিল্পীরা, বিশেষ করে মহিলা শিল্পীরা নগ্ন ত্বক বেশি প্রদর্শন করেননি৷ স্বয়ং জে লো, অর্থাৎ জেনিফার লোপেজ তাঁর কালো রঙের অ্যান্থনি ভাকারেল্লো গাউনে শুধু একটি পা ও একটি কাঁধ খালি রেখেছিলেন৷

ভারতের অমর সেতারবাদক রবি শঙ্কর'কে সেরা বিশ্ব সংগীত বিভাগে গ্র্যামি দেওয়া হয় তাঁর ‘‘লিভিং রুম সেসন্স পার্ট টু'' অ্যালবামটির জন্য৷

এসি/এসবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য