1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রামীণ ব্যাংকের তহবিল সরানোর অভিযোগ তদন্ত করছে সরকার

১৪ জানুয়ারি ২০১১

গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অন্যখাতে তহবিল সরানোর অভিযোগের বিষয়টি তদন্ত শুরু করেছে সরকার৷ এ লক্ষ্যে তদন্ত কমিটি গঠন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণকে স্বাগত জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস৷

https://p.dw.com/p/zxQS
Phone, business, finance, Grameen, Bank, loan, গ্রামীণ, ব্যাংক, লোগো, মোবাইল, ফোন, গ্রামীণ, নারী, ইউনূস, অভিযোগ, তদন্ত
গ্রামীণ ব্যাংকের লোগোর পাশে মোবাইল ফোনে কথা বলছেন এক গ্রামীণ নারীছবি: picture-alliance / Godong

নরওয়ের দাতা সংস্থার কাছ থেকে পাওয়া মোটা অঙ্কের তহবিল অন্যখাতে সরানোর অভিযোগ নিয়ে বেশ কিছুদিন ধরেই বেশ আলোচনা চলছে৷ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে নোবেল পদক বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস থেকে শুরু করে বিষয়টি নিয়ে মন্তব্য এবং পাল্টা মন্তব্য এসেছে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছ থেকেও৷ তবে এ নিয়ে কোন দৃঢ় পদক্ষেপ না নিয়ে বরং কথার খেলায় চলেছে বেশ কিছুদিন৷

বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথা বলে আসছিল সরকার পক্ষ৷ আর সরকারের এমন ইচ্ছাকে স্বাগত জানিয়েছিলেন ইউনূস৷ তবে একইসাথে বিষয়টি নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশের জন্য গণমাধ্যমকেও একহাত নিয়েছিলেন ২০০৬ সালে নোবেল বিজয়ী ইউনূস৷ যাহোক শেষ পর্যন্ত গত বুধবার তদন্ত কমিটি গঠিত হয়৷ প্রধান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে এম মনোয়ার উদ্দীন আহমেদকে৷

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্য, ‘‘এই তদন্ত প্রচেষ্টা কোন একক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ণ করার জন্য নয়, বরং বিষয়টি নিয়ে সকল ভুল বোঝাবুঝির অবসান এবং প্রকৃত সত্য উদ্ঘাটন করা৷'' এর আগে অর্থমন্ত্রী মুহিত নিজেও বলেছেন, এই ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়া কিংবা এর উপর নিয়ন্ত্রণ নেওয়ার কোন ইচ্ছা সরকারের নেই৷

গ্রামীণ ব্যাংকের মুখপাত্র জান্নাত-ই-কুয়ানাইন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন যে, বিষয়টির একটি সুরাহা করতে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানায় গ্রামীণ ব্যাংক৷ তবে তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘‘সরকারের কাছ থেকে এ ব্যাপারে ব্যাংকের সাথে যোগাযোগ করা হয়নি এবং নব্যগঠিত তদন্ত কমিটির ‘টার্মস অফ রেফারেন্স' সম্পর্কে গ্রামীণ ব্যাংক এখনও অবগত নয়৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন