1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্যারি ভারতের সেরা কোচ: গম্ভীর

২৯ অক্টোবর ২০১০

‘‘ভারত এ পর্যন্ত যতগুলো কোচ পেয়েছে তার মধ্যে গ্যারিই শ্রেষ্ঠ৷ আমি এটা প্রায়ই বলে আসছি এবং জোর দিয়েই বলতে চাই যে, আমাদের গ্যারিকেই দরকার৷’’ গ্যারি কির্সটেন সম্পর্কে এমনই উচ্ছ্বসিত প্রশংসা করলেন গৌতম গম্ভীর৷

https://p.dw.com/p/PrTD
গ্যারি, কির্সটেন, ভারত, গম্ভীর, India, Cricket, Gautam, Gambhir
গৌতম গম্ভীরছবি: AP

তিনি বলেন, ‘‘তাঁর সম্পর্কে খুব বেশি কিছু বলার কোন প্রয়োজন নেই৷ কারণ তাঁর জীবনের চমৎকার সব রেকর্ডই এমন কথা প্রমাণ করে৷ তিনি একজন উঁচু দরের ব্যবস্থাপক৷ তাই আমি বিশ্বাস করি যে, বিশ্বকাপের পরও তাঁকেই রাখা উচিত৷'' গ্যারিকে ভারতীয় দলের কোচ হিসেবে দীর্ঘসময় ধরে রাখার পক্ষে গম্ভীর প্রথম নন৷ তাঁর আগেই এমন প্রশংসার দৃষ্টিতে গ্যারির মূল্যায়ন করেছেন বেশ কিছু ভারতীয় ক্রিকেট তারকা৷ তাঁরা মনে করেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত গ্যারির সাথে চুক্তি নবায়ন করা৷ ভারতের সাথে গ্যারির বর্তমান চুক্তি শেষ হলে গ্যারিকে ফিরে পেতে চায় দক্ষিণ আফ্রিকা৷ এই প্রেক্ষিতেই গ্যারিকে ধরে রাখার দাবি উঠেছে আরো জোরেশোরে৷

এদিকে,ম্যাচের এক সপ্তাহ আগে টপ-অর্ডার ব্যাটসম্যানদের দক্ষিণ আফ্রিকায় পাঠানো সম্পর্কে গ্যারির মতামতকে সমর্থন জানালেন গম্ভীর৷ যাতে করে ব্যাটসম্যানরা সেখানকার পেস এবং উইকেটের বাউন্সের সাথে তাল মিলিয়ে নিতে পারে৷ গম্ভীর বলেন, ‘‘আমরা বহুদিন দক্ষিণ আফ্রিকায় খেলিনি৷ তাই সেখানকার পরিবেশ-পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে এটা খুবই কার্যকর হবে যদি আমরা সেখানে ক'দিন আগেই চলে যাই৷ এমনটি ঘটলে তা আমাদের জন্য বরং ইতিবাচক হবে৷''

সম্প্রতি বাংলাদেশের কাছে নিউজিল্যান্ডের সিরিজ হারের কথা উল্লেখ করে গম্ভীর বলেন, ‘‘কোন আন্তর্জাতিক বিপক্ষকে হাল্কাভাবে নেওয়ার অবকাশ নেই৷ শুধু বাংলাদেশের কাছে ৪-০ তে হেরেছে বলেই নিউজিল্যান্ডের সাথে ৪ নভেম্বরের খেলাকে সহজভাবে নিতে পারি না৷ তাদের দলেও রয়েছে ম্যাচ জয়ী এমন সব খেলোয়াড় যারা খেলাকে ঘুরিয়ে দিতে পারে৷ তাই আমাদেরকে খুব সতর্কতার সাথেই দেখতে হবে এবং জয় নিশ্চিত ভাবা চলবে না৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম