1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্যাংস্টারদের দখলে বলিউড

১৫ আগস্ট ২০১০

এখন কি সময় গ্যাংস্টারের? বলছিলাম বলিউডের সাম্প্রতিক সিনেমাগুলোর কথা৷ হঠাৎ করেই যেন বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে গ্যাংস্টারদের নিয়ে বানানো যায় এমন গল্পগুলো৷ আর সেই গল্প হাত উঁচু করে ধরে নিচ্ছেন পরিচালক আর প্রযোজকরা৷

https://p.dw.com/p/Oo6e
ছবি: AP

গ্যাংস্টারদের নিয়ে ছবির যে মিছিল হচ্ছে তাতে নেতৃত্ব দিচ্ছে একতা কাপুরের গ্যাংস্টার থ্রিলার 'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই'৷ যে ছবিটি খুব ভালো ব্যবসা করেছে বলেই খবর৷ গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন এবং ইমরান হাশমি৷ গেল বেশ কয়েক সপ্তাহ ধরে এই ছবিটি রয়েছে আলোচনায়৷

১৯৯৩ সালের মুম্বই শহরে সিরিজ বোমা হামলার পর আহত এক পুলিশ অফিসারের বয়ানের মধ্য দিয়ে শুরু এই ছবির কাহিনী৷ পুরোটাই ফ্লাশ ব্যাক৷ গ্যাংস্টারদের মধ্যেও অনেকে মানবিক গুণ সম্বলিত থাকে৷ এমনই একজন সুলতান৷ সেই এই গল্পের নায়ক৷ আর পরে তাকেই হত্যা করে তার হাতে গড়া শোয়েইব নামের একজন৷ এবং পরে সেই হয়ে যায় মুম্বই এর ডন৷

'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই' ছবির সফলতার পর এখন একে একে এই ধরণের আরও তিনটি ছবি বানানো হচ্ছে৷ এর মধ্যে আছে দ্য বিজনেস ম্যান, গ্যাংস ইন ওয়াশিপুর এবং রিমেক হচ্ছে অমিতাভ বচ্চন অভিনীত ডন নির্ভর ছবি অগ্নিপাত৷ তবে এখানেই কি এই তালিকা থেমে যাবে? তা তো হতে পারে না৷ তাই আরেক পরিচালক এবং ‘দিল সে' ছবির কাহিনীকার তিগমানসু ধুলিয়া নিয়ে আসছেন সাহেব, বিবি আওর গ্যাংস্টার নামের ছবি৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই