1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গৌতম বুদ্ধের খোঁজে

১৭ এপ্রিল ২০১০

বলিউড এবার হলিউডের কায়দায় অভিনেতা খুঁজছে৷ ‘লগান’ এবং ‘যোধা-আকবর’ খ্যাত চিত্রপরিচালক আশুতোষ গোয়ারিকর অনলাইনে সারা পৃথিবী জুড়ে তাঁর পরের ছবিতে কে গৌতম বুদ্ধর ভূমিকায় অভিনয় করবে, তার খোঁজ করছেন৷

https://p.dw.com/p/MyqX
খোঁজ চলেছে বুদ্ধের প্রতিমূর্তির

রাজপুত্র সিদ্ধার্থ কিভাবে গৌতম বুদ্ধ হয়ে উঠলেন, তাই হবে গোয়ারিকরের কাহিনীচিত্রের উপজীব্য৷ গোয়ারিকর এমন একটি মুখ খুঁজছেন, যা নিষ্পাপ সরলতা থেকে বোধিসত্ত্ব হওয়া অবধি সুদীর্ঘ যাত্রাটি ফুটিয়ে তুলতে পারবে৷

প্রযোজক ড. ভূপেন্দ্র কুমার মোদি বলেছেন, এই ছবি হবে ভারতের প্রথম গ্লোবাল ফিল্ম, অর্থাৎ সারা বিশ্বের দর্শকদের জন্য৷ যেমনই তরুণ, তেমনই বর্ষীয়ান দর্শকরা বুদ্ধের জীবনকাহিনীতে আকৃষ্ট হবেন৷ বুদ্ধ ভারতকে বিশ্বের মানচিত্রে তুলে দিয়েছেন৷ অপরদিকে জগতের আজ বুদ্ধদর্শনকে বিশেষভাবে প্রয়োজন৷ এই ছবি বহুদিন আগেই তৈরী হওয়া উচিৎ ছিল, বলে মোদি মন্তব্য করেন৷ - গোয়ারিকর সারা বিশ্বের অভিনেতাদের তাদের ছবি, অডিশন ভিডিও ইত্যাদি আপলোড করার আহ্বান জানিয়েছেন৷ ঠিকানা হল: বুদ্ধ-মুভি.কম৷

William Shakespeare Porträt
উইলিয়াম শেক্সপীয়ার: এ’ও প্রতিমূর্তি, উনবিংশ শতাব্দীর একটি বই থেকেছবি: picture-alliance / imagestate/HIP

‘‘এ্যামেরিকান বিউটি'' থেকে শেক্সপীয়ার

বলা যেতে পারে একই ভাবে পুরনোকে নতুন করে তুলেছেন হলিউড ফিল্মস্টার কেভিন স্পেসি এবং তাঁর বন্ধু হলিউড ফিল্ম পরিচালক স্যাম মেন্ডেজ৷ দু'জনে মিলে একটি গ্লোবাল থিয়েটার প্রকল্পে শেক্সপীয়ারকে নিয়ে এসেছেন প্যারিসে৷ মেন্ডেজের পরিচালিত ‘‘এ্যামেরিকান বিউটি''-তে অভিনয় করে ১৯৯৯ সালে অস্কার পেয়েছিলেন স্পেসি৷ এবার শেক্সপীয়ারের ‘এ্যাজ ইউ লাইক ইট' এবং ‘দ্য টেমপেস্ট' দেখতে পাওয়া যাবে প্যারিসের থিয়াত্র মারিনি নাট্যমঞ্চে - ফরাসি সাবটাইটল সহ - এবং অবশ্যই স্যাম মেন্ডেজের পরিচালনায়৷ এই শো'গুলি হবে তথাকথিত ‘ব্রিজ প্রোজেক্ট'-এর তৃতীয় মরশুম৷ স্পেসির মতে থিয়েটার ভাষা এবং সংস্কৃতিগত সব বাধা পার হয়ে যেতে পারে৷ অপরদিকে কোথায় সেই নাটক করা হচ্ছে, এবং কারা সেই নাটক দেখছে, তা'ও অভিনয়ের ধারা-চরিত্র বদলে দিতে পারে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: ফাহমিদা সুলতানা