1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

২৫ ফেব্রুয়ারি ২০২২

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের' অভিযোগ উঠেছে৷ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে৷

https://p.dw.com/p/47b4R
ধর্ষণের তীব্র প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরাছবি: bdnews24.com

ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ জানিয়েছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বাদি হয়ে সদর থানায় মামলা করেছেন এবং সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে বলে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ অ্যান্ড অপারেশন) নিহাদ আদনান তাহিয়ান জানান।

আটকরা হলেন- পিয়াস সিকদার (২২), অন্তর (২১) ও জীবন (২০)।

তাহিয়ান বলেন, ‘‘তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আমাদের টিম অভিযান চালিয়ে যাচ্ছে। আশা করছি খুব শীঘ্রই জড়িত সকলকে আটক করা হবে।’’

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, বৃহস্পতিবার ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা৷ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

অবরোধকারী শিক্ষার্থী বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র গোলাম রসুল বলেন, বুধবার রাত সাড়ে ৯টার পরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ৫ থেকে ৭ জন ব্যাটারি চালিত ইজিবাইকে এসে ওই ছাত্রী আর তার বন্ধুকে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে তুলে নিয়ে যায়।’’

‘‘সেখানে বন্ধুকে আটকে রেখে মারধর করা হয়। তখন ওই ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পরে ভুক্তভোগী ছাত্রী মেসে গিয়ে বন্ধুদের ঘটনাটি জানায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে তারা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ' বেড জেনারেল হাসপাতালে ভর্তি করে।’’

এ ঘটনায় আটকদের মধ্যে অন্তর ও জীবন পরিচ্ছন্নতা কর্মী। তাদের আটকের ঘটনায় শহরের অন্যান্য পরিচ্ছন্নতা কর্মী নবীনবাগে রাস্তার উপর আবর্জনা ফেলে অবরোধ করে। এ সময় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তারা ‘অশ্লীল আচরণ' করে সংবাদ সংগ্রহে বাধা দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়।

ধর্ষণের এ ঘটনার প্রতিবাদ ও দোষীদের দ্রুত শাস্তির  আওতায় আনার দাবিতে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা৷ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীরাও ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান